বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ০৪:০১ পূর্বাহ্ন
সবর্শেষ সংবাদ :
৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের ঐতিহাসিক বিজয় আশুলিয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক নতুন করে বিপদ আসার সম্ভাবনা তৈরি হয়েছে: মির্জা ফখরুল মতলব উত্তরে ধানের চারা ফেলার জমি নিয়ে মারধরের ঘটনায় নিহত ১ বেনাপোলে ভোক্তা অধিদপ্তরের মত বিনিময় সভা অনুষ্ঠান মতলব সূর্যমুখী কচি-কাঁচার মেলার ৫৬বছর পূর্তি উৎসব অনুষ্ঠিত মতলবে চালককে অজ্ঞান করে ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টা আশিকাটিতে চেয়ারম্যান মেম্বারদের অবাঞ্চিত ঘোষনা চাঁদপুরে আ’লীগের বিরুদ্ধে মামলা তুলে না নেওয়ায় সমন্বয়কে বিএনপির কুপিয়ে জখম রংতু‌লির তিন বছর মেয়াদী নতুন ক‌মি‌টি ঘোষণা সভাপ‌তি মাহবুব আনোয়ার বাবলু ও সাধারনন সম্পাদক মইনুদ্দিন লিটন‌

চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রিয়াজ ফেরদৌসের পিতার দাফন সম্পন্ন

  • আপডেটের সময় : মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ১০৪ বার পঠিত হয়েছে

স্টাফ রিপোর্টার :
চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রিয়াজ ফেরদৌসের পিতা ও চাঁদপুর জেলা বস্ত্র ব্যবসায়ী সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি হাবিব উল্লাহ খানের নিজ বাড়িতে দাফন সম্পন্ন হয়েছে। মরহুমের প্রথম জানাজা ৮ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল ১১টায় চাঁদপুর হাসান আলী হাই স্কুল মাঠে এবং দুপুর ২টায় মরহুমের গ্রামের বাড়ি রঘুনাথপুর আদম খান বাড়িতে ২য় জানাজা অনুষ্ঠিত হয়।

মরহুমের দ্বিতীয় জানাজা নামাজে ইমামতি করেন ছারছীনা দরবারের জেলা প্রতিনিধি ও জেলা ইমাম সমিতির সভাপতি মাওঃ মোঃ সাইফুদ্দিন খন্দকার। প্রথম জানাজায় ইমামতি করেন আলী রাজা জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মোঃ ইসমাইল হোসেন।

দুটি জানাযার পূর্বে মরহুমের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ওসমান গনি পাটওয়ারী, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি গিয়াস উদ্দিন মিলন, সহ-সভাপতি এ এইচ এম আহসান উল্লাহ, জেলা শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের উর্দ্ধতন কর্মকর্তা মোঃ আবুল হাসেম, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আল ইমরান শোভন, চাঁদপুর জেলা বস্ত্র ব্যবসায়ী সমিতির সভাপতি আনোয়ার হোসেন বাবুল, মাওঃ অলিউর রহমান, মরহুমের জেঠাতো ভাই মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ খান, ছোট ভাই মোঃ আকরাম খান ঔ মরহুমের একমাত্র ছেলে চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রিয়াজ ফেরদৌস প্রমুখ।

জনাব আলহাজ্ব হাবিব উল্লাহ খান চাঁদপুর শহরের শহীদ মুক্তিযোদ্ধা সড়কস্থ (মিশন রোড) উলফত কটেজে আবাসস্থল হিসেবে বসবাস করতেন। তিনি চাঁদপুর শহরের পালবাজার এলাকার হাবিব ক্লথ স্টোরের স্বত্বাধিকারী। চাঁদপুরের ঐতিহাসিক বেগম জামে মসজিদের কমিটির এক সময়ে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন তিনি। এছাড়া তিনি ছারছীনা শরিফের হযরত পীর ছাহেব কেবলার একজন মুরিদ ছিলেন। চাঁদপুরের বিভিন্ন মসজিদ মাদ্রাসার খেদমতে মধ্যে নিজেকে নিয়োজিত রেখেছেন। তাঁর মৃত্যুতে চাঁদপুরে বিভিন্ন মহলে গভীর শোকের ছায়া নেমে আসে। এদিকে চাঁদপুর জেলা বস্ত্র ব্যবসায়ী সমিতির নেতৃত্বে অস্ত্র ব্যবসায়ীরা মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রেখে মরহুমের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। অপরদিকে মরহুমের মৃত্যুর খবর শুনে চাঁদপুর ছারছীনা পীর ছাহেবের প্রতিষ্ঠিত চাঁদপুর দারুচ্ছুন্নাত দীনিয়া মাদ্রাসায় মাগফিরাত কামনা করে কোরআন খতম ও দোয়া মোনাজাত করা হয়।

উল্লেখ্য, আলহাজ্ব হাবিব উল্লাহ খান সোমবার (৭ ফেব্রুয়ারি) সোমবার রাত সোয়া দশটায় ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি এক ছেলে তিন মেয়ের সহ আত্মীয়স্বজন এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com