স্টাফ রিপোর্টারঃ ।। চাঁদপুর মতলব উত্তর উপজেলার মোহনপুর মেঘনা নদীতে অভিযান চালিয়ে জাহাজ থেকে পাচার কালে প্রায় ৮’শ লিটার জ্বালানি তেলসহ একটি নৌকা জব্দ করেছে চাঁদপুর কোস্ট গার্ড।
২৬ এপ্রিল শুক্রবার রাত ৮ টায় এ ঘটনাটি ঘটে।
অভিযান পরিচালনা করেন কোস্টগার্ডের এমসিপিও(এক্স) আঃ মালেক ও সঙ্গিয় টহল দল।
কোস্টগার্ডের অফিসার আঃ মালেক জানান,আমাদের কাছে গোপন তথ্য ছিল চট্টগ্রাম থেকে বিভিন্ন জাহাজে মাদকের চালানসহ বিদেশী পণ্য মোহনপুরে নামনো হয়। এমন সংবাদ পেয়ে সেখানে অভিযান পরিচালনা করি।
তখন এমভি মাফফেরাত- ৬ নামক আকিজ সিমেন্টের একটি জাহাজ থেকে গোপনে জ্বালানি তেল বিক্রি করার সময় তা জব্দ করা হয়।বিষয়টি আমরা আকিজ কোম্পানির কতৃপক্ষকে জানিয়েছি।মাদকের কোন কিছু আমরা পাইনি।