স্টাফ রিপোর্টার :
৩০ জুলাই চাঁদপুর শহরের মিশন রোডে অবস্থিত চাঁদ কনফেকশনারী নামক প্রতিষ্ঠানে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন, চাঁদপুর এর যৌথ অভিযানে আনুমানিক ০২ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়েছে ।
মোবাইল কোর্র্টের মাধ্যমে উক্ত প্রতিষ্ঠানটিকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন-১৯৯৫ (সংশোধিত-২০১০) এর ধারা ৬ক(খ) অনুযায়ী ১,০০০/- (এক হাজার) টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা তাৎক্ষণিক আদায় হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসন, চাঁদপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব আজিজুন্নাহার।
অভিযানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব আবদুল্লাহ আল মাহমুদ জামান, পরিবেশ অধিদপ্তর, চাঁদপুরের উপপরিচালক জনাব এ,এইচ,এম, রাসেদ, পরিদর্শক জনাব উত্তম কুমারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ।
জব্দকৃত পলিথিন বিধিসম্মতভাবে ডিসপোজালের জন্য পরিবেশ অধিদপ্তরে হস্তান্তর করা হয়েছে।