মানিক দাস ॥ চাঁদপুর পৌরসভার ১৫নং ওয়ার্ডের বিষ্ণুদী ব্যাংক কলোনী আন্ডারগ্রাউন্ড ড্রেনে অধিকাংশগুলোই ঢাকনা ভেঙ্গে ছুড়ে রয়েছে। এতে করে প্রতিনিয়ত দূর্ঘটনা ঘটছে। স্থানীয় বাসিন্দাগণ চাঁদপুর পৌরসভার মেয়রের সু-দৃষ্টি কামনা করছে।
বাস স্টেশন ব্যাংক কলোনী রাস্তার মাথা থেকে শুরু করে বিষ্ণুদী সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত আনন্দ বাজার সড়কটিতে প্রায় ৩০/৩৫টির মতো রাস্তার উপরে আন্ডারগ্রাউন্ড ড্রেনে ঢাকনা রয়েছে। এর মধ্যে প্রায় ২৫টির মতো আন্ডারগ্রাউন্ড ঢাকনা ভেঙ্গে চুড়ে রয়েছে।
প্রতিনিয়তই এই সড়কে যানবাহন চলাচল শুরু করতে গিয়ে দূর্ঘটনা ঘটছে। বিষ্ণুদী রাস্তার মাথা থেকে আনন্দ বাজার পর্যন্ত প্রতিদিন প্রায় শতাধিক ব্যাটারিচালিত অটোবাইক ও ছোট ও মাঝারি আকারের ভারী পরিবহন চলাচল করে। এই যান চলাচলের ফলে রাস্তার উপরে থাকা আন্ডারগ্রাউন্ড ড্রেনের লোহার জালির ঢাকনাগুলো ভেঙ্গে চুড়ে একাকার হয়ে আছে।
রাস্তার মধ্যস্থানে ঢাকনাগুলো স্থাপন করায় যানবাহন চলাচল করায় এগুলো ভেঙ্গে চুড়ে রয়েছে। ব্যাংক কলোনী এলাকায় সন্ধ্যার পর বিদ্যুৎ চলে গেলে সাধারণ মানুষ এ সড়ক দিয়ে হাটা চলা করতে গিয়ে দূর্ঘটনায় পতিত হতে হচ্ছে। সরজমিনে ওই সড়কে গিয়ে দেখা যায়, বিষ্ণুদী রাস্তার মাথা থেকে শুরু করে মিয়াজী বাড়ি ব্রিজ পর্যন্ত এ সড়কটিতে প্রায় ৩৫টির মতো ঢাকনা রয়েছে। ২০টি ড্রেনের ঢাকনা সম্পূর্ণভাবে ভেঙ্গে চুড়ে রয়েছে। সিএনজি স্কুটার, অটোবাইক, পিকআপ চলাচল করতে পারছে না। তরপুরচন্ডী, আনন্দ বাজার, কাজীর বাজার সহ বেশ সাধারণ মানুষ এই সড়কটি দিয়ে বেশি চলাচল করে থাকেন।
আন্ডারগ্রাউন্ড ড্রেনের ঢাকনাগুলো ভেঙ্গে থাকায় জনসাধারণের চলাচলে মারাত্মক বিঘœ ঘটছে। ভুক্তভোগীরা চাঁদপরু পৌরসভার ১৫নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আব্দুল মালেকের প্রতি দৃষ্টি আকষর্ণ করেন জনপ্রতিনিধি হিসেবে এই ওয়ার্ডটি নিজের ওয়ার্ড হওয়ায় বড় ধরনের সমস্যাটি যেন দ্রুত সমাধান করা হয়। তারা আরও জানান, ড্রেনে যেসব ঢাকান ভেঙ্গে চুড়ে রয়েছে তার বেশির ভাগ স্থানে বাশ, কাঠ ও খুটিতে লাল নিশানা উড়িয়ে চিহিত করে রাখা হয়েছে।