চাঁদপুর সদর উপজেলা ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে আচরন বিধি ও আইন শৃঙ্গলা সংক্রান্ত মতবিনিময় সভা সম্পন্ন হয়েছে।গতকাল ২ নভেম্বর মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় চাঁদপুর জেলা শিল্প কলা একাডেমী মিলনায়তনে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।
মতবিময় সভায় সভাপতিত্বে করেন
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট অঞ্জনা খান মজলিশ। অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা পরিষদ নির্বাহি কর্মকর্তা সানজিদা শাহনাজ।
মতবিনিময় সভার শুরুতে
পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন হাফেজ মোঃ রায়হান হোসাইন ও গীতা পাঠ করেন বিমল চৌধুরী।
সভাপতির বক্তব্যে অঞ্জনা খান মসজলিশ বলেন, আপনারা যারা নির্বাচনে চেয়ারম্যান, সাধারন সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য পদে প্রার্থী হয়েছেন তারা আচের বিধি মেনে চলবেন। এ ১০ টি ইউনিয়নে ৪ শ ১৫ জন প্রার্থী নির্বাচনে অংশ গ্রহন করছে।
আচরন বিধি পাঠ করেন রেভিনিউ ডেপুটি কালেক্টর ( আর ডি সি) এনামুল হাসান।
জেলা প্রশাসক বলেন, শুরুতে অভিনন্দন জানাই সকল প্রার্থীকে। অভিনন্দন এ জন্য জানাই প্রতিদ্বন্ত্বিতা করার জন্য। আপনাদের কে আচরন বিধি দেখানো হয়েছে।তা আপনারা সুন্দর ভাবে শুনেছেন।সরকারের পক্ষ থেকে কোনো চাপ নেই। আমরা চাই স্বচ্চ ও নিপেক্ষ করতে পারি। আপনাদের কে আচরন বিধি দিয়েছির।৪ জন ম্যাজিস্ট্রেট আচরন বিধি পর্যবেক্ষন করবে।কোনো ভাবে আচরন বিধি লন্ঘন না হয় সেজন্য। আপনারা যে অভিযোগ করছেন তার মধ্যে ২০% সত্য। আপনারা ত্বথ্য প্রযুক্তির যোগে তা ভিডিও করবেন। যদি অভিযোগ অসত্য প্রমানিত হলে সেই অভিযোগ কারির বিরুদ্ধে আইনগত ব্যবস্হা গ্রহন করবো।আমরা কোনো ব্যাক্তি বা মার্কা দেখবো না। তার বিরুদ্ধে ব্যবস্হা নেব। আচরন বিধি আপনারা মেনে চলবেন তাহরে আমরা সুষ্ঠ সুন্দর নির্বাচন করতে পারবো।
আরো বক্তব্য রাখেন, পুলিশ সুপার মিলন মাহমুদ বিপিএম (বার),বলেন, যারা আপনাদের ভোট দিবে তারা আপনাদের লোক।নির্বাচন শেষে আপনারা একে অপরের সাথে ভাত্রিত্বে বন্ধনে আবদ্ধ।তবে কেন আপনাদের মাঝে এত অভিযোগ। আপনারা জনগনের কাছে যান, ভোটারদের কাছে যা, তাদে ভোট কেন্ত্রে নিয়ে যাবার ব্যবস্হা করুন। ভোটের দিন ভোট কেন্দ্রর আইন শৃঙ্গলা রক্ষা করার দায়িত্ব আইন শৃঙ্গলা রক্ষা কারি বাহীনির। কোনো রহিম করিমের হুমকী শুনবেন না। কোনো প্রার্থী হুমকী কাজে আসবে না। যে কোনো অভিযোগ আসলে আইন শৃঙ্গলার অভিযোগ গুলো আমাকে দিবেন। আমি অন্য গুলি দিলে রক্ষা করকে পারবো না। কোনো পেশি শক্তি কোনোআর্থিক শক্তি কাজে আসবে না। নির্বাচন সুষ্ঠু করতে আমরা সর্বাত্র সহযোগিতা করবো।
জেলা নির্বাচন কর্মকর্তা মঃ তোফায়েল আহমেদ, সদর উপজেলা প্রকৌশলী এ এস এম রাশেদুর রহমান, এন এস আই ডিডি শাহ আরমান,অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) দাউদ হায়দার চৌধুরী।
৬ নং মৈশাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী অলি পাটোয়ারী, নুরু পাটোয়ারী, চান্দ্রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী রহমান বেপারী,বাগাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মানিক মিয়া,বিষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী অজি উল্যাহ পাটোয়ারী ও খোরশেদ আলম।
তরপুরচন্ডি ইউনিয়ন মহিলা মেম্বার প্রার্থী সুরাইয়া বেগম, চান্দ্রা ইউনিয়ন মহিলা মেম্বার প্রার্থী রোকেয়া বেগম, বালিয়া ইউনিয়ন মেম্বার প্রার্থী দেলোয়ার হোসেন দুলাল দিদার, তরপুরচন্ডী ইউনিয়ন মেম্বার প্রার্থী হারুন খা।
আরো উপস্হিতি ছিলেন, সহকারী পুলিশ সুপার সদর সার্কেল) আসিফ মহিউদ্দিন,
আচরন বিধি পাঠ করেন রেভিনিউ ডেপুটি কালেক্টর ( আর ডি সি) এনামুল হক চৌধুরী, চাঁদপুর সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন,সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মুকবুল হোসেন, কচুয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা কাজী আবু বকর সিদ্দীক,