মানিক দাস ॥ চাঁদপুর ২৫০ শয্যার সরকারি জেনারেল হাসপাতালে সকল প্রকারের অপরাধ দমনে পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়েছে। গত ১২ মার্চ আনুষ্ঠানিকভাবে এই পুলিশ ক্যাম্প চালু করা হয়েছে। চাঁদপুর মডেল থানা কর্তৃপক্ষ এই পুলিশ ক্যাম্পটি পরিচালনা করছে। শনিবার সরজমিনে দেখা যায়, চাঁদপুর মডেল থানা অফিসার ইনচার্জ মোঃ নাসিম উদ্দিন নিজেই ওই ক্যাম্পে অবস্থান করে পুলিশ সদস্যদেরকে বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা প্রদান করছেন। প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত ১ জন অফিসারের নেতৃত্বে পুলিশ সদস্যরা এই ক্যাম্পে দায়িত্ব পালন করবে। রাত ৮টা থেকে সকাল ৮টা পর্যন্ত একইভাবে অফিসারগণ দায়িত্ব পালন করবে।
অফিসার ইনচার্জ নাসিম্ উদ্দিন জানান, চাঁদপুর ২৫০ শয্যার সরকারি জেনারেল হাসপাতালে প্রতিনিয়তই নানা ধরনের অন্যায় অপরাধ হয়ে থাকে। তাছাড়া ছোট বড় যানবাহন হাসপাতাল করিডোরে প্রবেশ করিয়ে যানজটের সৃষ্টি করা হয়েছে। এই যানজট নিরসনে পুলিশ ক্যাম্পের দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা তদারকি করবে। শুধু যানজট নয়, হাসপাতালের দালালদের উপদ্রব নিরসনেও তারা কাজ করবে।
প্রায় সময় শুনা যায়, বর্হিবিভাগে দূর দূরান্ত থেকে আসা রোগীদের ব্যাগ থেকে টাকা মোবাইল ফোন চুরি হয়ে যাচ্ছে। এদেরকেও নিরসনকরতে পুলিশ সদস্যরা সার্বক্ষনিক দায়িত্ব ও কর্তব্য পালন করবে। আমরা চাই চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের অভ্যন্তরের পরিবেশ যেন সুন্দর থাকে। এখন থেকে হাসপাতালের করিডোরে কোনপ্রকারেই ঔষধ কোম্পানীর প্রতিনিধিদের কোন মটর সাইকেল রাখা যাবে না। রোগী ব্যতিত কোন প্রকারে সিএনজি স্কুটার, অটোবাইক ও প্রাইভেট এ্যাম্বুলেন্স প্রবেশ করতে পারবে না। হাসপাতাল কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী পুলিশ ক্যাম্পের দায়িত্বে থাকা আইন শৃঙ্খলা রক্ষাকারীর বাহিনীর সদস্যরা এসব দায়িত্ব পালন করবে।