বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০৪:০৩ অপরাহ্ন
সবর্শেষ সংবাদ :
সুনামগঞ্জে বিজিবির ওপর হামলা: রসুন ও মাদকসহ গ্রেফতার ৮ সভাপতি আবু সুফিয়ান, সাধারণ সম্পাদক মহসিন মন্ডল  মতলব উত্তর উপজেলার শ্রমিক দলের কমিটি অনুমোদন মতলব উত্তরের মেঘনা নদীতে ভেসে ওঠা চরাঞ্চলের জমি ফেরত চাওয়ায় প্রাণনাশের হুমকি মতলব উত্তরে খিরার বাম্পার ফলনে অধিক লাভের স্বপ্ন দেখছে কৃষক মতলব দক্ষিণে কিশোরচালক মহিন হত্যা মামলার ৩ আসামি গ্রেপ্তার আশুলিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ফয়সালকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ৪ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে চাঁদপুরে মানববন্ধন করেছে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) বীরগঞ্জে পৌর শ্রমিক দলের আহ্বায়ক কমিটির অনুমোদন  ভুয়া মুক্তিযোদ্ধা: হারাচ্ছেন সরকারি চাকরি, ফেরত দিতে হবে ভাতা বাংলাদেশ আপনাদের পাশে থাকা ছোটখাটো দেশ নয়, ভারতকে নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা সাখাওয়াত

চাঁদপুর সাংস্কৃতিক চর্চা কেন্দ্রের সদস্য সচিব মরহুম ইয়াহিয়া কিরনের স্মরণ সভা অনুষ্ঠিত

  • আপডেটের সময় : রবিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২১
  • ৭৩ বার পঠিত হয়েছে

মানিক দাস ॥ চাঁদপুর সাংষ্কৃতিক চর্চা কেন্দ্রের সদস্য সচিব ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সদ্য প্রয়াত ইয়াহিয়া কিরণের স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। চাঁদপুর সম্মিলিত সাংস্কৃতিক জোট, চাঁদপুর সাংস্কৃতিক চর্চা কেন্দ্র ও চাঁদপুর থিয়েটার ফোরামের যৌথ আয়োজনে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়। সম্মিলিত সাংস্কৃতিক জোট চাঁদপুর জেলা শাখার সভপতি তপন সরকারের সভাপতিত্বে ও স্মরলিপি নাট্যদলের প্রতিষ্ঠাতা ও সভাপতি এম.আর ইসলাম বাবুর সঞ্চালনায় স্মরণ সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতেই মরহুমের বিদ্রেহী আত্মার শান্তি কামনা করে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও মোনাজাত পরিচালনা করেন সাংবাদিক আব্দুর রহমান গাজী। একই সাথে এক মিনিট নিরবতা পালন করা হয়।
এ সময় বক্তারা বলেন, মরহুম ইয়াহিয়া কিরন ছিলেন একজজন সাদা মনের মানুষ। তিনি এতটাই সাংষ্কৃতিক বান্ধব ব্যক্তি ছিলেন তা ভাষায় প্রকাশ করার মতো নয়। ইয়াহিয়া কিরন ছিলেণ নিঃস্বার্থ পরায়ন এক ব্যক্তি।তিনি সকল সংগঠনকে নিজের সংগঠন মনে করতেন। ইয়াহিয়া কিরন চাঁদপুর সাংষ্কৃতিক চর্চা কেন্দ্রের জন্য নিরলসভাবে কাজ করেছেন। বলতে গেলে তিনি চর্চা কেন্দ্রের একজন প্রাণ পুরুষ ছিলেন। তিনি নিজের বাড়ি নির্মাণ করতেও এতটা সময় ব্যয় ও পরিশ্রম করেননি যা চাঁদপুর সাংষ্কৃতিক চর্চা কেন্দ্র করতে গিয়ে ব্যয় করেছিলেন। তিনি চাদপুরের সাংষ্কৃতিক কর্মীদের মাঝে যুগ যুগ ধরে বেঁচে থাকবেন। অনেক বক্তাই বলেন, আমাদের পরিবারে মানুষদের সাথে আমাদের এতটা মিল ছিল না যতটা ইয়াহিয়া কিরনের সাথে ছিল। একজন মানুষ এতটা সৎ হয় কিভাবে তা আমাদের বুঝার ক্ষমতা নেই। ইয়াহিয়া কিরন মুক্তিযুদ্ধের বিজয় মেলার ৯ বৎসর মাঠ মঞ্চ কমিটির যুগ্ম আহ্বায়ক ছিলেন। পরবর্তী ২ বছর আহ্বায়কের দায়িত্ব পালন করেন। এই ১১ বছর তিনি বিজয় মেলার মাঠে কিভাবে সময় দিয়েছেন তা আমরা অনেকেই জানি। শিল্পকলা সরকারি জায়গায়। এখানে স্মৃতিচিহ্ন করা যাবে না। চাঁদপুর সাংষ্কৃকি চর্চা কেন্দ্রে যেন এমন মানুষদের স্মৃতিচিহ্ন করা হয়। তবেই আমরা তাদেরকে স্মরণ করতে পারব। আমাদের কর্মের জন্যই এ স্মৃতিচিহ্ন করা প্রয়োজন।
এ সময় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা স্কাউটের সাধারণ সম্পাদক অজয় কুমার ভৌমিক মরহুম ইয়াকিয়া কিরনের বড় ভাই সাংবাদিক গোলাম কিবরিয়া জীবন, সাংষ্কৃতিক চর্চা কেন্দ্রের আহ্বায়ক ও অনন্যা নাট্যগোষ্ঠীর সভাপতি শহীদ পাটওয়ারী, সম্মিলিত সাংষ্কৃতিক জোট চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাড. বদিউজ্জামান কিরন, মুক্তিযোদ্ধা অজিত সাহা, চতুরঙ্গের সাংষ্কৃতিক সংগঠনের চেয়ারম্যান অ্যাড. বিনয় ভূষণ মজুমদার, মহাসচিব হারুন আল-রশীদ, কন্ঠশিল্পী রূপালী চম্পক, কৃষ্ণা সাহা, ইতু চক্রবর্তী, বর্ণচোরা নাট্যগোষ্ঠীর সাধারণ সম্পাদক শরীফ চৌধুরী, খেলাঘর আসরের সাধারণ সম্পাদক শ্যাম সুন্দর মন্ডল, সুরধ্বনি সংগীত একাডেমির অধ্যক্ষ অনিতা নন্দী, পুনাকের অধ্যক্ষ শিপ্রা মজুমদার, চাঁদপুর ড্রামার সাধারণ সম্পাদক মানিক পোদ্দার, অনুপম নাট্য গোষ্ঠীর সাধারণ সম্পদক গোবিন্দ মন্ডল, লেখক ও কবি শামীম খান,সাংবাদিক ও নাট্য অভিনেতা এ.কে.আজাদ, সাংবাদিক কে.এম মাসুদ, কবি ও লেখক জসিম মেহেদী, বঙ্গবন্ধু আবৃতি পরিষদের সাধারণ সম্পাদক মিঠুন বিশ্বাস, মোহনবাঁশি স্মৃতি সংসদ প্রতিষ্ঠাতা ও সভাপতি অজিত দত্ত, মেঘনা থিয়েটারের সভাপতি তবিবুর রহমান রিংকু, কন্ঠশিল্পী শুভ্র রক্ষিত ও মরহুম ইয়াহিয়া কিরনের বড় ছেলে শাহরিয়ার পলাশ প্রমুখ।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com