পুলিশের হাতে তুল দেয়া হয়। ১৫ ফেব্রুয়ারি হাজীগঞ্জের আলীগঞ্জ এলাকার আকলিমা আক্তার নামে এক শিক্ষার্থীর সাথে থাকা ভ্যাগ থেকে মোবাইল চুরি করার সময় বিলকিস নামে এই মহিলা চোর সদস্যকে মেয়েটি হাতেনাতে আটক করে।
পরে আশেপাশের লোকজন এগিয়ে এসে তাকে ধরে চাঁদপুর সদর মডেল থানায় খবর দেয়। খবর পেয়ে তাৎক্ষণিক সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ বাহার মিয়া সঙ্গীও ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে এই মহিলা চোরকে আটক করে থানায় নিয়ে যায়।
এসময় ভোক্তভুগী আকলিমা জানায়, সে চাঁদপুরের নিউরো নার্সিং কোচিং সেন্টারে ছাত্রী। প্রতিনিয়ত সে চাঁদপুরে এসে ক্লাস করে। প্রতিদিনের মতো এই দিন ও ক্লাস শেষে করে যাওয়ার পথে হকার্স মার্কেটে তার কিছু প্রয়োজনীয় জিনিষ কেনাকাটার জন্য আসে। সেখানেই এই মহিলা চোরের খপ্পরে পড়ে এবং তার ব্যাগ থেকে মোবাইল ছিনিয়ে নেওয়ার সময় চোরকে হাতেনাতে আটক করতে সক্ষম হয়। তখন তার ডাক চিৎকারে পার্শ্ববর্তী লোকজন এসে এই মহিলা চোর সদস্যকে আটক করে চাঁদপুর সদর মডেল থানায় খবর দেয়।
মডেল থানা অফিসার ইনচার্জ মোঃ বাহার মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে ছুটে আসেন এবং সেখান থেকে এই মহিলা চোর সদস্যকে আটক করে থানায় নিয়ে যান। এবিষয়ে ওসি বাহার মিয়া জনান, আমাদের পুলিশ শহরের সব সময় তৎপর রয়েছে প্রতিটি মার্কেটের সামনেই তারা টহলরত অবস্থায় থাকে। শহরের জনগণের নিরাপত্তার জন্য আমাদের পুলিশ কাজ করছে। আর এই মহিলা চোরের ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।