সুমন আহমেদ :
মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর বাজার বণিক সমবায় সমিতি লিঃ এর ব্যবস্থাপনা কমিটি নির্বাচনে সভাপতি প্রার্থী মোবারক হোসেন মুফতির চেয়ার মার্কার প্রচারণা অনুষ্ঠিত হয়েছে।
১২ ফেব্রুয়ারী শনিবার বিকেলে ছেংগারচর পৌর বাজার বণিক সমবায় সমিতি লিঃ এর ব্যবস্থাপনা কমিটি নির্বাচনে সভাপতি প্রার্থী মোবারক হোসেন মুফতির চেয়ার মার্কার প্রচারণায় অংশ নেন রেফায়েত উলস্নাহ দর্জী, কাউন্সিলর শাহাদাত হোসেন ঢালী খোকন, শিল্পপতি আক্তার হোসেন মুফতী, আলহাজ্ব শেখ ফরিদ বেপারী, মো. নান্টু নূরী, খোরশেদ প্রধান, আবুল হোসেন, ওসমান মুফতি, শাহজালাল মুফতি, শাহাদাত হোসেন’সহ অন্যান্যরা।
আগামী ১৫ ফেব্রুয়ারী মঙ্গলবার নির্বাচন অনুষ্ঠিত হবে।
মোবারক হোসেন মুফতি বলেন, আমরা যারাই নির্বাচনে প্রার্থী হয়েছি সকলেই ব্যবসায়ী। তাই এই নির্বাচনে যারা বিজয়ী হবো সকলেই বাজারের বাণিজ্যিক কার্যক্রমকে আরো তরান্বিত করতে কাজ করবো। বিশেষ করে ব্যবসায়ীদের যেকোনো প্রয়োজনে আমরা পাশে থাকবো। ব্যবসায়ীরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের মাধ্যমে যাদেরকে নির্বাচিত করবেন আমরা সকলেই তাদের সাথে একাত্মতা পোষণ করে বাজারের ব্যবসা এবং ব্যবসায়ীর কল্যাণে মিলেমিশে কাজ করবো।
তিনি আরো বলেন, আমি এ সমিতির তিনবার সভাপতির দায়িত্ব পালন করেছি। সমিতির উন্নয়নে আমি ব্যাপক অবদান রেখেছি।