বুধবার, ০৯ জুলাই ২০২৫, ০২:০৯ অপরাহ্ন
সবর্শেষ সংবাদ :
যৌথ বাহিনী কর্তৃক হাজীগঞ্জ উপজেলা হতে বিদেশি মদ উদ্ধার চাঁদপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান। ২টি প্রতিষ্ঠানকে ৫৩,০০০/- টাকা জরিমানা। মতলব উত্তরে যৌথ বাহিনী কর্তৃক ০২ মাদক সেবী আটক স্থানীয় স্টেকহোল্ডারদের সাথে মতবিনিময়কালে পরিকল্পিত উন্নয়নের জন্য অর্থনৈতিক জোন খুবই গুরুত্বপূর্ণ —-চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন মতলব দক্ষিণ উপজেলায় যৌথ বাহিনী কর্তৃক মাদক ব্যবসায়ী আটক চাঁদপুরে জগন্নাথ দেবের উল্টো রথ যাত্রা অনুষ্ঠিত চাঁদপুরে বিষধর সাপের কামড়ে নারীর মৃত্যু  চাঁদপুরে সেরা সাঁতারুর খোঁজে ইয়েস কার্ড পেলেন ৪০ সাতারু  চাঁদপুর চেম্বার ভব‌নে ক্যাব সহ বি‌ভিন্ন দপ্ত‌রের সা‌থে ব‌্যবসা‌য়ি‌দের মত‌বিনময় সভা শাহ মাহমুদপুরে পাট জাগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে পিতা-পুত্রের মৃত্যু

জমকালো আয়োজনে সম্পন্ন হলো চর্যাপদ একাডেমির শীতকালীন গিটারসন্ধ্যা

  • আপডেটের সময় : সোমবার, ১৭ জানুয়ারী, ২০২২
  • ৫৬৫ বার পঠিত হয়েছে

স্টাফ রিপোর্টার।
দেশের প্রখ্যাত হাওয়াইয়ান গিটারশিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনার মধ্য দিয়ে সম্পন্ন হলো চর্যাপদ সাহিত্য একাডেমির শীতকালীন গিটারসন্ধ্যা। শনিবার ১৫ জানুয়ারি সন্ধ্যায় চাঁদপুর রোটারী ভবনে জাতীয় সংগীত শেষে ফিতা কেটে অনুষ্ঠান উদ্বোধন করেন চাঁদপুর সংগীত নিকেতনের অধ্যক্ষ স্বপন সেনগুপ্ত। তিনি বলেন, চর্যাপদ সাহিত্য একাডেমির সদস্যদের চমৎকার উদ্যোগগুলো দেখলে আমি আপ্লুত হই।

 

গত বছরও গিটারসন্ধ্যায় এসেছিলাম। চর্যাপদ একাডেমির সদস্যদের আন্তরিকতা ও ঐক্যবদ্ধতা দেখে মুগ্ধ হয়েছি। তিনি আরও বলেন, বোধহয় আমাদের দেশে চর্যাপদ একাডেমিই একমাত্র সংগঠন, যারা সাহিত্যের সঙ্গে সাংস্কৃতির চমৎকার মেলবন্ধন গড়ে তুলেছে। যা ইতোমধ্যে সারাদেশে ব্যাপক সাড়া ফেলেছে।

চর্যাপদ একাডেমির সভাপতি নুরুন্নাহার মুন্নির সভাপতিত্বে, সজীব মোহাম্মদ আরিফ ও আইরিন সুলতানা লিমার যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোছাম্মৎ রাশেদা আক্তার। তিনি বলেন, চর্যাপদ সাহিত্য একাডেমির বিভিন্ন কার্যক্রম সম্পর্কে আমি অবগত, বিশেষত বই উপহার কর্মসূচি একটি মানবিক কাজ বলে মনে করি। এসব কাজ অলাভজনক মনে হলেও সমাজের মানুষের কল্যাণ বয়ে আনে।


বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর চাঁদপুর জেলা সংসদের সভাপতি অধ্যাপক দুলাল চন্দ্র দাস, কবি ও সংগঠক মাহাবুবুর রহমান সেলিম, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা মাহাবুবুর রহমান, চাঁদপুর জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শেখ মহিউদ্দীন রাসেল ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শান্তি রক্ষিত।

 

স্বাগত বক্তব্য রাখেন চর্যাপদ একাডেমির মহাপরিচালক রফিকুজ্জামান রণি। শুভেচ্ছা বক্তব্য রাখেন গিটারশিল্পী পরিমল দাস নূপুর, চর্যাপদ একাডেমির সহ-সভাপতি আয়শা আক্তার রুপা, উপমহাপরিচালক দুখাই মুহাম্মাদ, পরিচালক শিউলী মজুমদার, সহকারী পরিচালক ফেরারী প্রিন্স, সহযোগী পরিচালক জয়ন্তী ভৌমিক, মিডিয়া পরিচালক ফয়েজ আহমেদ ও অনুষ্ঠানের আহ্বায়ক নন্দিতা দাস।

অনুষ্ঠানে গিটার পরিবেশন করেন বাংলাদেশ হাওয়াইয়ান গিটার ফোরামের উপদেষ্টা মঈনুদ্দিন প্রিন্স, জেনারেল সেক্রেটারী সানি জামান ও চাঁদপুরের কৃতিসন্তান খ্যাতিমান হাওয়াইয়ান গিটারশিল্পী দিলীপ কুমার ঘোষ। বরেণ্য তিন গিটারিস্টের পাশাপাশি গিটার পরিবেশন করেন উদীয়মান গিটারিস্ট ঐশী ঘোষ। এছাড়াও সংগীত পরিবেশন করেন শ্রাবন্তী মজুমদার, কবিতা আবৃত্তি করেন দিপান্বিতা দাস ও আনিশা নূর।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com