মানিক দাস // পুরান বাজার রনাগোয়াল থেকে হাইস মাইক্রোসহ জাটকা জদ্ব করেছে চাঁদপুর নৌ থানা পুলিশ। মাইক্রো চালককে আটক করা হয়েছে। ১৫ এপ্রিল বৃহস্পতিবার রাত দেড়টায় চাঁদপুর নৌ থানা পুলিশ গোপন সংবাদে খবর পেয়ে ভারপ্রাপ্ত ইনচার্জ উপ পরিদর্শ মোঃ জহিরুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে ছোট বড় ৬ টি ড্রামে ভর্তিকৃত অবস্হায় (ঢাকা মেট্রো – চ -১৩- ৫৪২০) হাইস মাইক্রোর ভেতর থেকে জাটকা জদ্ব করেছে।মাইক্রো চালক চাঁদপুর সদর উপজেলার শিলন্দিয়া গ্রামের মোঃ জাহাঙ্গির খান (৫৪)কে আটক করেছে। আটককৃত চালক একজন অবসর প্রাপ্ত পুলিশ সদস্যের সন্তান।
সে জানায়, নতুন রাস্তার মদের কাউন্টারের মালিক আমাকে ৬ হাজার টাকায় যাত্রাবাড়ি যাওয়ার জন্য ভাড়া করে। আমাকে ককসেটের তৈরি কাটুন নেয়ার জন্য ভাড়া করেন। কিন্তু নতুন রাস্তায় গেলে গাড়িতে ড্রাম তুললে পাস কার্ড না থাকলে গাড়ি যাবে না বলি । এ সময় নৌ পুলিশ গিয়ে গাড়ি আটক করে নৌ থানায় নিয়ে আসে। এস আই জহিরুল ইসলাম জানান আমরা গোপনে সংবাদ পাই মাইক্রো যোগে পুরান বাজার থেকে মাইক্রোবাস যোগে জাটকা পাচার হচ্ছে। পরে অভিযান চালিয়ে প্রায় ৬ টি ড্রামে ৬ শ কেজির মতো জাটকা রয়েছে। জাটকা গুলো চাঁদপুর থেকে ঢাকা পাচার করে নিয়ে যাচ্ছিল। এসময় মাইক্রো চালক কে আটক করেছির।এ বিষয়ে আমরা মৎস্য সংরক্ষন আইনে মামলা দায়ের করেছি।জদ্বকৃত জাটকা গুলো হত দরিদ্রদের মাঝে বিতরন করা হয়।এস আই বজলুর রহমান, এ এস আই রিয়াজসহ পুলিশ সদস্যরা অভিযানে অংশ গ্রহন করেন।