বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০২:৩৫ অপরাহ্ন
সবর্শেষ সংবাদ :
চাঁদপুরস্থ বৃহত্তর মতলব ফাউন্ডেশন এর আত্মপ্রকাশ এখানে কেউ ছোট-বড় নই, সবাই আমরা সমান ——ডা.একেএম মাহবুবুর রহমান কচুয়া বঙ্গবন্ধু সরকারি কলেজের শিক্ষক পরিষদের অভিষেক ও বিদায় সংবর্ধনা মুরাদনগরে পাটনার প্রকল্প সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত  সাভার প্রেসক্লাবের সভাপতি নাজমুল সাধারণ সম্পাদক জিয়া সরকার আন্তরিক হলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব – এবি পার্টি চেয়ারম্যান মঞ্জু ডাক্তার মকবুলের ভুল চিকিৎসায় চাঁদপুরে জোহান খান ডেইরি এন্ড এগ্রো ফার্মের বিশাল আকৃতির গরুর মৃত্যু  চাঁদপুর জেলা পুলিশের অভিযানে একদিনে ইয়াবা গাঁজা ও পরোয়ানাভুক্ত ১০ জন সহ মোট ১৩ জন আসামী গ্রেফতার। কচুয়ায় চুরির ঘটনা উদঘাটন ॥ আটক ৫ বেক্সিমকোর বন্ধ ১৬ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের মানববন্ধন  কুমিল্লা নগরীর অশোকতলা এলাকা থেকে দুটি পিস্তল ও দেশী অস্ত্রসহ দুজনকে আটক করেছে সেনাবাহিনী।

জাটকা রক্ষায় চাঁদপুরে দুটি বরফ কল খোলা রাখার সিদ্ধান্ত ইলমা শাহরিন বরফ কলের দাবি দক্ষিনাঞ্চল, দাউদকান্দি ও মুক্তারপুর থেকে বরফ আনা হচ্ছে

  • আপডেটের সময় : শনিবার, ৩ এপ্রিল, ২০২১
  • ১৮৩ বার পঠিত হয়েছে

মানিক দাস ॥ সরকারি নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও চাঁদপুরে অভয়াশ্রমে বরফের সয়লাভ ভ্রাম্যমান মৎস্য আড়ৎগুলো। তবে জাটকা মৌসুমে অভয়াশ্রম চলাকালে চাঁদপুর ২টি বরফ কলকে চাষকৃত মাছ সংরক্ষণ করার জন্য বরফ উৎপাদনে ১ মাস করে অনুমোদন দিয়েছে জেলা মৎস্য অধিদপ্তর। কিন্তু অনুমোদনকৃত ইলমা বরফকল বলছে নদী পথে তারা কোন বরফ দিচ্ছেন না। তাহলে জাটকা সংরক্ষনের ভ্রাম্যমান আড়ৎগুলোতে এত বরফ আসছে কোথায় থেকে? এমনটাই বলছে মৎস্য ব্যবসায়ীরা।

সরেজমিনে ও খোঁজ নিয়ে জানা যায়, চাঁদপুরের দক্ষিনাঞ্চলের পুরানবাজার রনাঘোয়াল থেকে হরিনা ফেরীঘাট পর্যন্ত গভীর রাতে ও ভোর বেলা ট্রলার ও স্প্রিড যোগে কেইনে কেইনে বরফ আসতে দেখা গেছে। এছাড়া চাঁদপুর মাছ ঘাট থেকে পিকআপ যোগে আসা বরফ পুনরায় নদীপথে ট্রলার যোগে জাটকা সংরক্ষনের জন্য যাচ্ছে। প্রতিদিন কুমিল্লার দাউদকান্দি, মুন্সিগঞ্জের মুক্তারপুর, নারায়নগঞ্জ ও দক্ষিনাঞ্চল থেকে স্প্রিডবোট যোগে চাঁদপুরের বিভিন্ন স্থানে বরফ আনা নেওয়া করা হচ্ছে। আর প্রতিটি স্প্রিডবোটে ১২ থেকে ১৪টি বরফ আনা হয়।

এছাড়া ভোরে ও রাতে চাঁদপুর থেকে স্প্রিডবোটে জাটকা পাচার করা হয় মাওয়া ফেরিঘাটে। তবে চাষকৃত মাছ সংরক্ষণ করার জন্য অভয়াশ্রমে ২টি বরফকল খোলা থাকে। দুটির মধ্যে একটি এক মাস করে খোলা রাখার সিদ্ধান্ত হয়। চাঁদপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা ও জেলা ট্রাস্কফোর্সের সভায় স্প্রিডবোট বন্ধের কথা বলা হলেও তা বন্ধ করা হচ্ছে না।
চাঁদপুর শহরের নতুন বাজার কোম্পানীর ঘাট নামক ডাকাতিয়া নদীর পাড়ে ইলমা শাহরিন এন্ড কোম্পানী বরফ কলের ব্যবস্থাপনা পরিচালক মোঃ রফিক উল্যা বলেন, প্রশাসনের নির্দেশনা অনুযায়ী আমরা বরফ বিক্রয় করে থাকি। তবে আমরা নদী পথে কোন বরফ বিক্রয় করি না। পূর্বে প্রতিটি বরফ ১৫০ টাকা বিক্রয় হলেও বর্তমানে ২০০ টাকায় বিক্রয় করা হয়। পূর্বে ৬০০ থেকে ৭০০ কেন বরফ বিক্রয় হতো।

বর্তমানে ২০০ থেকে ২৫০ বরফ প্রতিদিন বিক্রয় হয়। আমরা সড়ক পথে কুমিল্লা পর্যন্ত বরফ বিক্রি করে থাকি। শুধুমাত্র জিউল মাছের জন্য। তবে মাওয়া ঘাটের স্প্রিডবোট গুলো এখন চাঁদপুরে সচরাচর চলাচল করে। স্প্রিডবোটগুলো বন্ধ না করলে প্রশাসনের জাটকা সংরক্ষনের অভিযান ভেস্থে যাবে।
জেলা মৎস্য কর্মকর্তা আসাদুল বাকি জানান, জেলা টাস্কফোর্সের সভায় স্পিডবোর্ড বন্ধের জন্য কোস্টগার্ড ও চাঁদপুর নৌ পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। তারা যদি নদীতে অভিযান পরিচালনা করে তাহলে জাটকা রক্ষা সুফল আসবে। নদীতে পথে বরফ যাচ্ছে কিনা সে বিষয় তদারকি করে ব্যবস্থা নিবে। তবে আমরা মৎস্য বিভাগ সুনির্দিষ্ট অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। চাষকৃত মাছ সংরক্ষন করার জন্য আমরা দু’টি বরফ কল খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছি। প্রতিটি বরফ কল ১ মাস করে খোলা রাখবে।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com