মাইনুল ইসলাম : জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০১৭ উপলক্ষে চাঁদপুরে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র্যালীটি বের হয়। পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শিল্পমন্ত্রনায়ের প্রতিষ্ঠান ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশন (এনপিও) এর এ কর্মসূচি চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে এবং চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ও বিসিক চাঁদপুর সহযোগিতায় আলোচনা ও র্যালী কর্মসূচি।
এ বছর জাতীয় উৎপাদনশীলতা দিবসের মূল প্রতিপাদ্য বিষয় ‘টেকসই উন্নয়ন ও প্রবৃদ্ধির জন্য উৎপাদনশীলতা’। সভাপ্রধানের বক্তব্যে জেলা প্রশাসক আব্দুস সবুর মন্ডল বলেন, আমাদের অর্থনীতিতে উৎপাদনশীলতার গুরুত্ব অপরিসীম। দেশের সামগ্রীক অর্থনৈতিক গতিকে ত্বরান্বিত করতে হলে সচেতনতা সৃষ্টির মাধ্যমে শিল্প কৃষি ও মৎস্য খাতে উৎপাদনশীলতা বাড়াতে হবে। তিনি চাঁদপুরের উৎপাদনশীলতা বাড়াতে বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের উপর বেশি গুরুত্ব দেন এবং আগামীতে ইলিশের উৎপাদন বৃদ্ধির সক্ষমতার ন্যায় মিল কারখানার উৎপাদনশীলতা বাড়াতে হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আয়েশা আক্তারের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- চাঁদপুর চেম্বার অব কমার্সের সভাপতি সুভাষ চন্দ্র রায়, সহ-সভাপতি তমাল কুমার ঘোষ, চাঁদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী, চাঁদপুর রাইস মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ চৌধুরী, বেসরকারি তথ্য সংগ্রহকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি মিজানুর রহমান, মনোহরখাদি কোল্ডস্টোরজের ম্যানেজার রুহুল আমিন সিদ্দিকী। এ সময় বিভিন্ন মিল ফ্যাক্টরীর মালিক, বিসিক কর্মকর্তা উপস্থিত ছিলেন।