ঢাকা জেলা প্রতিনিধি: দুর্নীতির অভিযোগে উপাচার্য ফারজানা ইসলামের পদত্যাগ দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্দোলন অব্যাহত রেখেছেন শিক্ষক ও শিক্ষার্থীদের একাংশ। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনেও সকাল থেকে বিকেল পর্যন্ত ক্যাম্পাসে নানা কর্মসূচি পালন করেছেন তারা।
https://www.youtube.com/watch?v=guXGyxjG_Qo&feature=youtu.be
আজ শনিবার উপাচার্যের পদত্যাগের দাবিতে বিকেল ৪ টায় বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করবে আন্দোলনকারী শিক্ষক ও শিক্ষার্থীরা।
এদিকে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদ এবং দুর্নীতি ও সহিংসতার মদতদাতা হিসাবে উপাচার্য ফারজানা ইসলামের অপসারণ ও বিচার দাবি করে ৩৬ জন শিক্ষক যৌথ বিবৃতি দিয়েছেন।
আন্দোলনকারীদের নেতা শাকিলুজ্জামান বলেন, উপাচার্য পদত্যাগ কিংবা তাকে অপসারণ করা না পর্যন্ত জাবি কলঙ্কমুক্ত হবে না। তাই আমরা নিষেধাজ্ঞা ভেঙ্গে আন্দোলন করে যাচ্ছি।
উপাচার্য বর্তমানে বিশ্ববিদ্যালয়ে ভীতিকর পরিবেশ বানিয়ে রেখেছেন। হল থেকে শুরু করে দোকান পাটও বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু এসব কোনো কিছুই আমাদের মনোবল ভাঙতে পারবে না।
এছাড়া আজ সকালে উপাচার্য ফারজানা ইসলামের দুর্নীতির নানা তথ্য-উপাত্ত তুলে ধরে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) ও শিক্ষামন্ত্রী বরাবর লিখিত অভিযোগ পাঠানো হয়েছে বলে জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
এদিকে বিশ্ববিদ্যালয় ঘুরে দেখা গেছে, হল গুলো বর্তমানে শিক্ষার্থীশূন্য হয়ে পড়েছে। যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের বাসভবনের সামনে শতাধিক পুলিশ মোতায়েন রয়েছে।