রবিবার, ১০ নভেম্বর ২০২৪, ১০:১৮ অপরাহ্ন
সবর্শেষ সংবাদ :
দুদক চেয়ারম্যান ও কমিশনার নিয়োগে সার্চ কমিটি গঠন শপথ নিলেন আরও তিন উপদেষ্টা মতলব উত্তরে মা ইলিশ সংরক্ষণের অভিযানে ২২ দিনে সাফল্য সূর্য তরুণ ব্লাড ডোনার ক্লাব’ মতলব এর উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন মতলব উত্তরে নাউরি আদর্শ ডিগ্রি কলেজের নবগঠিত এডহক কমিটির সংবর্ধনা অনুষ্ঠিত গুম-খুন ও টাকা পাচারকারী কিভাবে পালিয়ে গেল, জনগণ জানতে চায়’ চাঁদপুরে কৃষি ব্যাংকের এজিএম কাইয়ুম খানকে লক্ষ্মীপুরে শাস্তিমূলক বদলী জামায়াতে ইসলামী দল কখনো অন্যায় ও দূর্নীতিকে প্রশ্রয় দেয় না ..অ্যাড.মাসুদুল ইসলাম বুলবুল ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের স্মরণ সভা বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের প্রধান রূপকার তারেক রহমান — ড. মোহাম্মদ জালাল উদ্দিন চাঁদপুরে  ডাক্তার তানিয়ার ভূল চিকিৎসায় মায়ের গর্ভে নবজাতকের মৃত্যু! ১ লাখ টাকায় রফাদফা

জামালপুরে ক্লিনিক মালিকসহ ৬ জনের করোনা শনাক্ত

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২০
  • ৫৪ বার পঠিত হয়েছে

ক্রাইম এ্যকসান ডেস্ক
নমুনা পরীক্ষায় জামালপুরে ক্লিনিক মালিক ও ওষুধ বিক্রেতাসহ নতুন করে আরও ৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এই নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬৫ জনে।

ময়মনসিংহের পিসিআর ল্যাব থেকে পাঠানো ২৯ এপ্রিলের ২য় প্রতিবেদন ও ৩০ এপ্রিলের ১ম ও ২য় প্রতিবেদনে এই ৬ জনের দেহে কোভিড-১৯ পজেটিভ উপস্থিতি পাওয়া গেছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

আক্রান্তদের মধ্যে মেলান্দহ উপজেলায় দুজন, সরিষাবাড়ি উপজেলায় দুজন, জামালপুর সদরে ও ইসলামপুরে একজন করে।

সরিষাবাড়ী উপজেলায় আক্রান্ত দুজন পুরুষের একজন হলেন মাতৃছায়া ডায়াগনোস্টিক সেন্টারের ২৬ বছর বয়সী মালিক, অন্যজন হলেন বিসমিল্লাহ ফার্মেসীর ২৪ বছর বয়সী ওষুধ বিক্রেতা। তাদের দুজনের বাড়ি পৌরসভার ধানাটা এলাকায়। এ নিয়ে সরিষাবাড়ীতে আক্রান্ত বেড়ে হলো ৬ জন।

মেলান্দহ উপজেলার দুরমুঠের রোকনাই গ্রামের দুই গার্মেন্টস কর্মী। একজনের বয়স ১৮ ও আরেকজনের বয়স ১৬ বছর। তারা নারায়ণগঞ্জে একটি গার্মেন্টসে কাজ করতেন। ১৭ এপ্রিল তারা নিজ বাড়িতে আসেন। উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মীরা ওই নারীর নমুনা সংগ্রহ করেন ২০ এপ্রিল। এ নিয়ে মেলান্দহে আক্রান্ত বেড়ে ৫ জনে দাঁড়াল।

জামালপুর সদরে শহরের কলেজ রোডে খামারবাড়ি এলাকায় ২৮ বছর বয়সি এক নারী। এই নিয়ে জামালপুর সদরে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৯ জনে। সদর উপজেলায় এপর্যন্ত সবচেয়ে বেশী আক্রান্ত হয়েছে।

ইসলামপুর পৌর এলাকার ফকিরপাড়া গ্রামে ২৮ বছর বয়সী এক নারী গার্মেন্টকর্মী আক্রান্ত হয়েছেন। তিনি ঢাকার মাদারটেকে এক পোষাক কারখানায় কাজ করতো। এই নিয়ে ইসলামপুরে আক্রান্তের সংখ্যা হলো ৭জন।

মেলান্দহ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফজলুল হক জানান, মেলান্দহে নতুন দুই আক্রান্ত নারী নারায়ণগঞ্জ ফেরত। তারা গার্মেন্টস কর্মী। ১৭ এপ্রিল তারা নিজ বাড়িতে এসেছেন। খবর পেয়ে ২০ এপ্রিল ওই দুজনের নমুনা সংগ্রহ করা হয়।

সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা শিহাব উদ্দিন আহমদ জানান, সরিষাবাড়ীতে করোনা শনাক্ত ব্যক্তিরা সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার মাজনাবাড়ি গ্রামের ওই পিতাপুত্রের সংস্পর্শে এসেই আক্রান্ত হয়েছেন। তারা সরিষাবাড়ীর ইউনিল্যাব ডায়াগনোস্টিক সেন্টারে এসে পরীক্ষা-নিরীক্ষা করেছিলেন। ওই দুজন রোগীর সংস্পর্শে যারাই এসেছেন তারাই শনাক্ত হচ্ছেন। নতুন শনাক্ত দুজনের বাড়ি ধানাটা এলাকায়।

সিভিল সার্জন ডা. আবু সাঈদ মোহাম্মদ মাহবুবুর রহমান জানান, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে ২৯ এপ্রিলের ২য় প্রতিবেদন ও ৩০ এপ্রিলের ১ম ও ২য় প্রতিবেদনে নতুন করে ৬ জনের দেহে কোভিড-১৯ পজেটিভ উপস্থিতি পাওয়া গেছে।

তিনি আরও জানান, ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ হয়েছে ৬১ জনের। সর্বমোট নমুনা সংগ্রহ হয়েছে ১১৮৭টি। মোট হোম কোয়ারান্টাইনে ছিলেন ১০৮৫ জন। ছাড়পত্র পেয়েছেন ৮৯৮ জন। মোট হোম কোয়ারেন্টাইনে অবস্থান করছেন ১৮৭ জন। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে দেওয়ানগঞ্জের এক ব্যক্তির। ইসলামপুরে মৃত ২ নারীর নমুনা পরীক্ষায় কোভিড-১৯ পজেটিভ এসেছিল।

জামালপুরে শেখ হাসিনা মেডিকেল কলেজের মোট আইসোলেশনে রয়েছেন ৩১ জন। হোম আইসোলেশনে রয়েছেন ২০ জন। একজনকে ময়মনসিংহ এসকে হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com