বিশেষ প্রতিনিধি
জার্মানীতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চাঁদপুর জেলার মতলব উপজেলার কামরুল ইসলাম মুকুল নামে এক ব্যক্তি মৃত্যুবরন করেছে। (ইন্নালিল্লাহি —–রাজেইউন) । জার্মানীর ফ্রাঙ্কফুর্টের পাশবর্তী শহর ওফেনবাখের অধিবাসী ছিলেন তিনি। গতকাল রোববার ভোর ৫ টায় তিনি মৃত্যুবরন করেছেন বলে পরিবারের সদস্যরা নিশ্চিত করেছেন। তিনি দীর্ঘ বছর থেকে স্বপরিবারে জার্মানে থাকতেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৬০ বছর। তিনি স্ত্রী ও ১ কন্যা সন্তান সহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন। জার্মানে বাংলাদেশীদের মধ্যে সবার পরিচিত মুখ মরহুম কামরুল ইসলাম মুকুল ছিলেন অত্যন্ত স্বজন ও বন্ধু প্রিয়, পরিচ্ছন্ন ও দীনদার।
জার্মানীকে করোনায় মৃত্যুবরন করা কামরুল ইসলাম মুকুল হচ্ছেন দৈনিক চাঁদপুর কণ্ঠের বিশেষ প্রতিনিধি ও প্রেসক্লাব ফরিদগঞ্জের সভাপতি এমকে মানিক পাঠানের আপন জেঠাত ভগ্নিপতি।
মরহুমের রুহের মাগফেরাত কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন জার্মানে থাকা কামরুল ইসলামের স্ত্রী মনিরা রহমান শিল্পী ও তার বোন ফারহানা জেসমিন , চাচাত ভাই সাংবাদিক এমকে মানিক পাঠান।