মানিক দাস //
চাঁদপুরে তৈলবাহী ট্যাংক লরির চাপায় নিহত পান দোকানী শীতল চক্রবর্তীর জীবনের মূল্য ১লাখ ৫০ হাজার টাকা নির্ধারন করা হলেও তার পরিবার পেল ১লাখ ১০ হাজার টাকা মাত্র। এ নিয়ে চাঁদপুরে ব্যাপক জল্পনা-কল্পনা চলছে।
চাঁদপুর শহরের স্ট্র্যান্ড রোড এলাকায় মেঘনা ডিপোর তেলবাহী লরির চাপায় সড়কে পৃষ্ঠ হয়ে পান দোকানী শীতল চক্রবর্তী (৬৫)এর মর্মান্তিক মৃত্যু হয়।
সে ঘটনায় এলাকাবাসী ট্যাংক লরিটি জব্দ ও চালককে আটক করে। পরে চাঁদপুর মডেল থানায় গত সোমবার রাত ১২টায় নিহতের স্বজন,এলাকাবাসী ও প্রশাসনের কর্মকর্তারা এক আলোচনা বৈঠকের ভিত্তিতে ব্যাপক আলোচনার পর সিদ্বান্তে উপনীত হয়ে নিহত শীতল চক্রবর্তীর জীবনের মূল্য নির্ধারন করে লরির মালিক মোস্তফা মিয়াকে ১লাখ ৫০হাজার টাকা জরিমানা দেওয়ার জন্য সিদ্বান্ত হয়।
মঙ্গলবার সকালে নিহত শীতল চক্রবর্তীর লাশ সনাতন ধর্মের রীতি অনুযায়ী চাঁদপুর শহরের ইচলী মহাশশ্মানে তার শেষ অন্তস্টিক্রিয়া সম্পন্ন করা হয়।
এদিকে মঙ্গলবার দুপুরের পর শীতল চক্রবর্তীর পরিবারকে ১লাখ ৫০ হাজারের পরিবর্তে মাত্র ১লাখ ১০ হাজার টাকা হাতে দিয়ে চাপিয়ে দেন,প্রশাসনের কর্মকর্তাসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিরা। যা’নিয়ে পরবর্তীতে নিহতের পরিবারের মধ্যে,প্রশাসনের মাঝে ও এলাকাবাসীর মধ্যে ব্যাপক উত্তেজনা ও ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়। বাকী ৪০হাজার টাকা শালিশরা ভাগভাটয়ারা করে নিয়েছে বলে স্হানীয় সূত্রে জানা গেছে।
২৮ ফেব্রুয়ারী সোমবার বিকেলে স্ট্র্যান্ড রোডস্থ কাজী ট্রেডার্স সংলগ্ন স্থানে এই দূর্ঘটনাটি ঘটেছিল।
দুর্ঘটনায় নিহত ব্যক্তির নাম শীতল চক্রবর্তী (৬৫)। তার পিতার নাম নগেন্দ্র চক্রবর্তী। তিনি শহরের পালবাজার সংলগ্ন পূবালী ব্যাংকের সামনে পানের দোকানদারী করতেন।
প্রত্যক্ষদর্শী জানান, সোমবার শেষ বিকেলে শীতল চক্রবর্তী স্ট্র্যান্ড রোড দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ পিছন থেকে দ্রুতগামী মেঘনা ডিপোর তেলবাহী লরি তার গায়ের উপরে উঠিয়ে দেয়। এতে ঘটনাস্থলেই ওই পথচারীর মুখমন্ডল পৃষ্ট হয় এবং পেটের নাড়িভুড়ি বেরিয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।