মোঃ আবুল হাসান ঠাকুরগাঁও প্রতিনিধি ঠাকুরগাঁওয়ে ট্রাক ও ব্যাটারিচালিত অটো চার্জার মুখোমুখি সংঘর্ষে আহত ১ নিহত ১ জন।
১৩ নভেম্বর শুক্রবার আনমানিক সন্ধ্যা সাড়ে ৭টায় ঠাকুরগাঁও-পীরগঞ্জ আঞ্চলিক সড়কের ১০ নং জামালপুর ইউনিয়ন পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানান, পীরগঞ্জ থেকে বৈদ্যুতিক বাল্ব বিক্রি করে বাড়ি ফিরছিলেন। এ সময় ঠাকুরগাঁও থেকে ছেড়ে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় । নিহত ১ আহত ১ জন
স্হানীয় লোক জন আহত দের কে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক ২ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
পথি মধ্যে আটৌ চলক মোঃ জবাব আলী কান্তজীর মন্দির নামক স্থানে এম্বুল্যন্সে মৃত্যু বরণ করেন।
নিহত আটৌ চলক মোঃ জবাব আলী ঠাকুরগাঁও রোড ভাউলার হাট মোড় এলাকার জমিরউদ্দিন এর ছেলে ।
আহত মোঃ আহাজিদ একই এলাকার মাহাবুবুর ছেলে।
সদর থানার এসআই হারুনুর রশিদ দুর্ঘটনার কথা স্বীকার করে জানান, ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেলেও ট্রাকটি আটক করা হয়েছে।