মোঃ আবুল হাসান ঠাকুরগাঁও প্রতিনিধি ঠাকুরগাঁওয়ে সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় জনসমাগমসহ সিনেমা হল বন্ধ রাখার নির্দেশনা দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করেছে জেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১ এপ্রিল) সন্ধ্যায় জেলা করোনাভাইরাস প্রতিরাধ ও নিয়ন্ত্রণ কমিটির সভাপতি ও জেলা প্রশাসক ভারপ্রাপ্ত মোঃ নুর কুতুবুল আরম এ গণবিজ্ঞপ্তি জারি করেন। এ নির্দেশনা ১ এপ্রিল থেকে ১৫ এপ্রিল পর্যন্ত বলবৎ থাকবে।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী জেলায় সামাজিক, রাজনৈতিক, ধর্মীয়সহ সকল জনসমাগম বন্ধ থাকবে। একই সময়ে বিয়ে ও জন্মদিনসহ যে কোনো সামাজিক অনুষ্ঠানে জনসমাগম বন্ধ থাকবে। মসজিদসহ সকল ধর্মীয় উপাসনালয়ে মাস্ক পরিধানসহ যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
পর্যটন ও বিনোদনকেন্দ্রে যে কোনো প্রকার জনসমাগম ও মাস্কবিহীন প্রবেশ নিষিদ্ধ থাকবে। সব ধরনের মেলা ও সিনেমা হল বন্ধ থাকবে। গণপরিবহনে মাস্ক পরিধানসহ অন্যান্য সকল স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। ধারণক্ষমতার ৫০ ভাগের অধিক যাত্রী গণপরিবহনে নেওয়া যাবে না।
স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানসমূহে এবং শপিংমলে ক্রেতা-বিক্রেতা উভয়কেই মাস্ক পরিধান ও সামাজিক দূরত্ব বজায় রাখাসহ যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। হোটেল-রেস্তোরাঁসমূহে ধারণক্ষমতার ৫০ ভাগের অধিক মানুষ একসঙ্গে প্রবেশ ও অবস্থান করতে পারবে না।
এসব স্থানে অবশ্যই মাস্ক পরিধান ও সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। ঘরের বাইরে এবং জনসমক্ষে মাস্ক পরিধান না করলে কিংবা স্বাস্থ্যবিধি লঙ্ঘিত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও গণবিজ্ঞপ্তিতে জানানো হয়।