মোঃ রেদওয়ানুল হক মিলন- ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
প্রায় সারা দেশব্যাপী ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলেছে। ইতিমধ্যে ঠাকুরগাঁওয়েও ডেঙ্গুর প্রকোপ দেখা দিয়েছে তারই প্রেক্ষিতে ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম মশক নিধন ও পরিচ্ছন্নতার কাজে নিজেই অশংগ্রহণ করেছেন।
বুধবার (৩১ জুলাই) সকালে সার্কিট হাউজ থেকে শুরু করে সদর হাসপাতালসহ শহরের বিভিন্ন স্থানে ড্রেন ও রাস্তার পাশে অপরিচ্ছন্ন স্থানে মশক নিধন ঔষধ প্রয়োগ করে ও অপরিচ্ছন্ন স্থান পরিস্কার করা হয়েছে। এসময় ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম নিজের হাতে প্রায় ঘন্টাব্যাপী পরিচ্ছন্নতার কাজ করেন।
উক্ত মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ করেন, ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত জেলা প্রশাসাক (রাজস্ব) আমিনুল ইসলাম, জেলা সহকারি কমিশনার ও অতিরিক্ত ম্যাজিস্ট্রেট অমিত কুরমার সাহা, পৌর কাউনন্সিলর আতাউর রহমান, স্কাউটসহ বিডি ক্লিন এর অর্ধশতাধীক সদস্য মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ করে। এসময় ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসকের নির্দেশনায় জেলা তথ্যমন্ত্রণায় থেকে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক প্রচারণা চালানো হয়।