মোঃআবুল হাসান ঠাকুরগাঁও সদর প্রতিনিধি
ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলা কাতিয়ার বাজারের উত্তর পাশে গাজা সহ হাতেনাতে দুই জনকে গ্রেপ্তার করেছেন রাণীশংকৈল থানা পুলিশ ।
আজ ৩১ শে মাস রবিবার সকালে উপজেলা কাতিহার বাজারে উত্তর পাশে পুলিশ অভিযান চালিয়ে দুইজনকে গাঁজা বিক্রির সময় আটক করেছেন ।
আটককৃত উপজেলা ৫ নং ইউনিয়ন বাজার গ্রামের খগেন্দ্র চন্দ্র বর্মন এর ছেলের অভিনাশ ৩৫ ও একই গ্রামের সেতাব উদ্দিন এর ছেলে সবুজ ইসলাম ২৭ কে গ্রেফতার করেন।
পুলিশ সূত্রে জানা যায় রাণীশংকৈল উপজেলা থেকে ছয় সাত কিলোমিটার দূরে কাতিহার বাজারের উত্তর পাশে অভিযান চালিয়ে অভিনাশ ও সবুজকে গাঁজা বিক্রি করার সময় হাতেনাতে গ্রেফতার করা হয়।
রানীশংকৈল থানার অফিসার ইনচার্জ আব্দুল মান্নান সত্যতা নিশ্চিত করেছেন ।