চাঁদপুর প্রতিনিধি ॥ চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে সরকারি নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে জেলার সকল বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিকদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩১ জুলাই) চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: শওকত ওসমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়াটার) মো: আসাদুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, সিভিল সার্জন মো: সাখাওয়াত উল্লাহ, সদর উপজেলা চেয়ারম্যান নুরুল আমিন নাজিম দেওয়ান, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমাসহ প্রমূখ।