মানিক দাস // ঢাকা-চাঁদপুর নৌ পথে নতুন সংযোজন হিসাবে চলাচল শুরু করেছে এমভি রহমত।বাংলাদেশের অতি পুরনো লঞ্চ কোম্পানির মালিক কে এম মাহমুদুর রহমানের মালিকানাধীন
সম্পূর্ন শীতাতপনিয়ন্ত্রিত যাত্রীবাহী জাহাজ এমভি রহমত ৬ ফেব্রুয়ারী রবিবার থেকে নিয়মিত চলাচল শুরু করেছে ।
শনিবার রাতে ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে আসে। চাঁদপুর ঘাট থেকে ঢাকার উদ্দেশ্য বেলা সাড়ে ১১ টায় যাত্রী নিয়ে ছেড়ে যায়।চাঁদপুর ঘাট ছাড়ার পূর্বে দোয়া মোনাজাত করা হয়।এম ভি রহমত জাহাজটি হাই স্প্রিড নেভিগেশন গ্রুপ অফ কোম্পানির নতুন সংযোজন।এমভি রহমত ডাইরেক্ট সার্ভিস দ্রুত-নৌ জলযান হবসাবে আড়াই ঘন্টায় যাতায়াত করবে।
এমভি রহমতের জাহাজটিতে ৩০ টি সিসি ক্যামেরা স্হাপন করা হয়েছে। যা ঢাকা চাঁদপুর নৌ পথের অন্য কোনো জরলযানে নেই। এর মধ্যে ২৪টি ক্যামেরা চালু রয়েছে। ১০ টি সিঙ্গেল কেবিন, ১৬টি ফ্যামিলি ক্যাবিন । আধুনিক প্রদ্ধতির সৌখিন সৌখিন ও প্রথম শ্রেণীর চেয়ার সিট। জাহাজটি দ্রুত জলযান হিসেবে পরিচালিত হচ্ছে বলে জাহাজের ডিজিএম জয়নাল আহমদ জানান। এছাড়া জাহাজে যাবতিয় সকল বিষয়ে যোগাযোগ করা যাবে হাসেম ০১৭১৫৭৪২৭২৮১ ও মাঈনুল ইসলামের সাথে ০১৭১২৯৩২৪৫৪ এ মোবাইল নাম্বারে।