আব্দুল মান্নান খান, মতলব প্রতিনিধিঃ
তুচ্ছ ঘটনায় মারধরের শিকার হয়ে চোখে আঘাত নিয়ে শঙ্কায় রয়েছে ফিরোজা বেগম ও তার পরিবার। গত ১৪ ডিসেম্বর সন্ধায় উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে এ ঘটনা ঘটে। আর এমন শ্পর্সকাতর নারীশিশু নির্যাতনের মত অপরাধের মীমাংসার দায়িত্ব নিয়েছেন স্থাণীয় ইউপি চেয়ারম্যান।
হাসপাতালে পরিবার সূত্রে যনাযায়, মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়ির মোস্তফা জমাদারে স্ত্রী ফিরোজা বেগম কিছু লাকড়ি জাতীয় লতাপাতা রোধে শুকাতে দিলে তা প্বার্শবর্তী জাফরের স্ত্রী ও মা নিয়ে যায়। এ নিয়ে জিজ্ঞাসা করতে গেলে তারা ফিরোজা বেগমের সাথে কথা কাটাকাটি শুরু করে। এক পর্যায়ে সিএনজি চালক জাফর তার হাতে থাকা টর্চলাইট দিয়ে মারধর করতে থাকে এবং তার টর্চলাইটের একটি আঘাত লাগে ফিরোজা বেগমের চোখে। আঘাত পেয়ে মাটিতে পড়ে যায় ফিরোজা বেগম। পরে খবর পেয়ে তার স্বামী মোস্তফা জমাদার তাকে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত ডাঃ ফিরোজা বেগমকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চাঁদপুরে পাঠিয়ে দেয়।
ফিরোজা বেগমের স্বামী মোস্তফা বলেন, স্থাণীয় খাদেরগাও ইউনিয়নের চেয়ারম্যান রিপন মীর বিষয়টি মীমাংসার দায়িত্ব নিযেছেন। সেজন্য আইনের আশ্রয় নেইনি।