মোঃ নাজমুল ইসলাম শরণখোলা প্রতিনিধিঃ
তোর বোনকে জবাই করে মেরে ফেলেছি। বাড়িতে যাইয়া দ্যাখ।
আমি আমার ছেলেমেয়ে নিয়া চলে গেলাম! স্ত্রী লাকি বেগমকে(২৮) হত্যার করে পালিয়ে যাবার সময় বৃহস্পতিবার(৯ মে) ভোর সাড়ে ৪টার দিকে তার ভাইকে এভাবেই মোবাইল ফোনে জানায় ঘাতক স্বামী নূরুল আমিন হাওলাদার (৩৫)। এ হত্যাকন্ডটি ঘটেছে বাগেরহাটের শরণখোলা উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের আমড়াগাছিয়া বাজার সংলগ্ন সাতঘর এলাকায়।
২০১১ সালে উপজেলার রায়েন্দা ইউনিয়নের দক্ষিণ রাজাপুর গ্রামের আ. হক হাওলাদারের ছেলে নূরুল আমিনের সাথে ধানসাগর ইউনিয়নের আমড়াগাছিয়া কালিবাড়ি গ্রামের খলিল হাওলাদারের মেয়ে লাকির বিয়ে হয়। বিয়ের পর শ্বশুর তার ভারতের কেরেলায় ভাঙ্গারির ব্যবসায় সহযোগীতার জন্য জামাইকে সেখানে নিয়ে যান। মাঝেমধ্যে নূরুল আমিন দেশে আসলে ও স্ত্রী লাকির সঙ্গে ঝগড়াঝাটি লেগেই থাকতো সব সময়।
ঘটনার আগের দিন বুধবার শ্বশুর খলিল হাওলাদার বুঝিয়ে সুজিয়ে দেশে পাঠিয়ে দেন জামাইকে। এর পর বাড়ি এসে স্বামী-স্ত্রী একঘরে থাকলেও ভোররাতের দিকে হত্যাকন্ড ঘটিয়ে জিহাদ (৭) ও জেরিন (২) নামের দুই ছেলেমেয়েকে নিয়ে পালিয়ে যায় ঘাতক নূরুল আমিন।
পারিবারিক কলহকে কেন্দ্র করে ক্ষিপ্ত হয়ে স্বামী এ ঘটনা ঘটিয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারনা করছে।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
শরণখোলা থানার তদন্ত কর্মকর্তা মোঃ মোফিজুর রহমান জানান,স্ত্রীর ভাই নুরুল ইসলাম হাওলাদারকে ঘাতক নিজে ফোন করে বলেন তোর বোনকে মেরে ফেলেছি এসে দ্যাগ।ঘটনাস্থল থেকে সকাল ৬ টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় স্বামী নুরুল আমিনকে আসামী করে শরণখোলা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।এক জনকে আসামী করে মামলাটি দায় করেন নিহত লাকি বেগম(২৮) ভাই নুরুল ইসলাম হাওলাদার। আসামীকে গ্রেফতার করতে পুলিশ অভিযান চলছে।