আলমাস হোসেনঃ ঢাকা জেলা দক্ষিণ ট্রাফিক পুলিশের কার্যালয় উদ্ধোধন করা হয়েছে। শনিবার দক্ষিণ কেরাণীগঞ্জের আগানগরস্থ কদমতলী এলাকায় নবনির্মিত এ পুলিশ কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্ধোধন করেন ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান বিপিএম (বার) পিপিএম।
উদ্বোধনী বক্তব্যে ঢাকা জেলার পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান বিপিএম (বার) পিপিএম বলেন, ঢাকা জেলা দক্ষিণ ট্রাফিক বিভাগে কোন স্থায়ী অফিস না থাকায় অনেক সমস্যার মধ্য দিয়ে এখানকার ট্রাফিক পুলিশদেরকে দায়িত্ব পালন করতে হতো। অধিকন্তু সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিতকরণেও বড় অন্তরায় ছিল এটি। কেরাণীগঞ্জের গুরুত্বপূর্ণ কদমতলী এলাকায় এই অফিসটি চালু হওয়ায় সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চত করণসহ ট্রাফিক সেবার মান বাড়বে বলেও জানান পুলিশ সুপার।
অনুষ্ঠানে ঢাকা জেলা দক্ষিণ ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর (টিআই) মো.নূরুল ইসলাম মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠানে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার গোলাম আজাদ খান, সাইদুর রহমান পিপিএম, মাসুম আহম্মেদ ভূঁইয়া পিপিএম, সুবীর রঞ্জন, কেরানীগঞ্জের আগানগর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর শাহ খুশী। এসময় আরও উপস্থিত ছিলেন দক্ষিণ কেরাণীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো.শাহ জামান, মডেল থানার অফিসার ইনচার্জ সাকের মো. যুবায়ের, ঢাকা জেলা দক্ষিণ গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসার ইনচার্জ মো. মনিরুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, ঢাকা জেলা দক্ষিণ ট্রাফিক পুলিশের এ জোনে একজন এএসপি ও ছয়জন টিআইসহ মোট ৫০ জন ট্রাফিক পুলিশ সদস্য বিভিন্ন পদে নিয়োজিত আছেন। নিজস্ব একটি কার্যালয়ের অভাবে তারা দীর্ঘদিন যাবত রোদ-বৃষ্টি উপেক্ষা করে তাদের দায়িত্ব পালন করে আসছিলেন। বিষয়টি নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রকাশের পর তা ঢাকা জেলার পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান এর নজর কারে। পরে পুলিশ সুপারের একান্ত সহযোগিতায় তাদের জন্য এ নতুন ভবনের ব্যবস্থা করা হয়। এই অফিস প্রতিষ্ঠার ক্ষেত্রে আরও যারা ভূমিকা রেখেছেন তারা হলেন, ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ দক্ষিণ) মাছুম আহাম্মেদ ভূঞা পিপিএম, দক্ষিণ কেরাণীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ জামান, টিআই (প্রশাসন) ট্রাফিক দক্ষিণ বিভাগ মোঃ নূরুল ইসলাম মল্লিক ও আগানগর ইউপি চেয়ারম্যান মো. জাহাঙ্গীর শাহ খুশী।