রেজওয়ান আলী দিনাজপুর জেলা প্রতিনিধি-দিনাজপুরের বিরামপুরে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্য বিধি মেনে পালিত হচ্ছে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২১। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ শাহরিয়ার ফেরদৌস হিমেল এর সভাপতিত্বে এ উপলক্ষে শনিবার সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে ডাক্তার নার্স,স্বাস্থ্য কর্মী,সরকারি প্রশাসনের কর্মকর্তা,সাংবাদিক,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য বিধি মেনে এক আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়।
এ আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পৌর মেয়র অধ্যাপক আক্কাস আলী, উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার,ওসি (তদন্ত) মতিয়ার রহমান, বিরামপুর প্রেসক্লাব এর সাবেক সভাপতি সাংবাদিক আকরাম হোসেন,সাধারণ সম্পাদক সাংবাদিক মশিহুর রহমান, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আবদুল্লাহ আল মাহমুদ শোভন,ডেন্টাল সার্জন ডাঃ পূজা সাহা প্রমূখ। আলোচনা সভার পরে সংস্কারকাজ শেষে ঠিকঠাক করে রাখা কোভিড-১৯ নমুনা সংগ্রহ বুথটি পুনরায় ২য় পর্যায়ে উদ্বোধন করা হয় বলে জানা যায়।।