মো.রেজওয়ান আলী বিরামপুর দিনাজপুর প্রতিনিধিঃ-হঠাৎ করে বিশ্বের মত বাংলাদেশেও মাথা চারা দিয়ে উঠেছে (কোভিড-১৯) করোনা ভাইরাস। প্রতিদিনই আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলছে। করোনা প্রতিরোধে সরকার ১৮টি নির্দেশনা প্রদান করায় তা বাস্তবায়নে মাঠে নেমেছে বিরামপুর উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (০১এপ্রিল) বিকাল ৪টা থেকে ৫ টা পর্যন্ত পৌর শহর ঢাকামোড় মহাসড়কের পাশে বিরামপুর উপজেলা প্রশাসন ও বিরামপুর থানা পুলিশের সহযোগিতায় মাস্ক পরিধান নিশ্চিত করতে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় মাস্ক পরিধান না পরার অপরাধে ১২ জনকে ২০০ টাকা করে এবং অপর ১জনকে ১০০টাকা সর্বমোট ২ হাজার ৫ শত বিধি মোতাবেক অর্থদন্ড করেন-ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পরিমল কুমার সরকার।এসময় মাস্ক ব্যবহারসহ সরকারি স্বাস্থ্যবিধি প্রতিপালনে জনসাধারনকে উদ্বুদ্ধ করা হয় এবং রাস্তায় চলাচলরত মাস্কবিহীন পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়।
অভিযানে শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পরিমল কুমার সরকার বলেন-বিদ্যমান পরিস্থিতিতে করোনা সুরক্ষায় মাস্ক পরিধান একটি অপরিহার্য বিষয়। বর্তমান পরিস্থিতি বিবেচনা করে সবাইকে সরকারি নির্দেশনার আলোকে স্বাস্থ্যবিধি প্রতিপালনে সচেতন করতে এবং মাস্ক পরিধান নিশ্চিত করতে এ অভিযান অব্যাহত থাকবে। এ সময় বিরামপুর থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান উপস্থিত ছিলেন।