রেজওয়ান আলী বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-দিনাজপুর বিরামপুরে দিনাজপুর বিরামপুরে Rp 74 tv & Bd capabazz এর উদ্যোগে মাস্ক বিতরণ করেছে বলে জানা যায়। প্রাণঘাতী করোনা ভাইরাসের মরণ থাবা থেকে রক্ষা পেতে মাস্ক বিতরণ করেছেন Rp 74 tv & Bd capabazz সংগঠনটি। আজ ২৭শে এপ্রিল সোমবার বিরামপুর উপজেলার ঢাকা মোড়ে প্রতিদিনের ন্যায় জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন বিরামপুর প্রেসক্লাব সহ সভাপতি এস এম মাছুদ রানা,রায়হান কবীর চপল,নয়ন হাসান সহ প্রমূখ গণ সাংবাদিক বৃন্দ।
এ বিষয়ে স্হানীয় জনগণের নিকট জানতে চাইলে তারা বলেন,এই ভয়াবহ সংক্রমণে বিরামপুরের কতিপয় সাংবাদিক বৃন্দ এগিয়ে এসেছেন এজন্য তাদের কে ধন্যবাদ ও অভিনন্দনে জানাই বলে মন্তব্য করেন। তারা আরও বলেন,উপজেলায় অনেক এমন জনগণের উন্নয়নে সংগঠন রয়েছে তারাও যদি এই মহামারীর সময়ে এগিয়ে আসেন তবে জনগণের উন্নয়ন হত। তারা যেন মানুষের কল্যাণে এগিয়ে আসেন এমনই প্রত্যাশা রইল বলে মন্তব্য করেন।