রেদওয়ানুল হক মিলন : উচ্ছেদের দেড় মাস পেড়িয়ে গেলেও এখনো মাথা গোজার ঠাঁই মেলেনি রেলপ্রশাসনকর্তৃক গুড়িয়ে দেওয়া ঠাকুরগাঁওরেলষ্টেশনের ধারে বসবাস করেআসা১৫০টি পরিবারের।
জানা যায়, গত ১৪ সেপ্টেম্বর ঠাকুরগাঁও রোড রেল স্টেশনের আশেপাশে আবাসিক ভাবে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ রেলওয়ের ভূ-সম্পত্তি বিভাগ ।
এদিকেউপায়ন্তরনাপেয়েঅনেকটাবাধ্যহয়েইগুড়িয়েদেওয়াধ্বংসস্তুপেরমাঝেইপলিথিনওপ্লাস্টিকেরবস্তাবিছিয়েকোন রকমেরাত্রি যাপনকরছেন ক্ষতিগ্রস্তপরিবারগুলো।
গতকাল শুক্রবার রাতে রেলষ্টেশন সংলগ্ন এলাকায় গিয়ে দেখা যায়,সত্তোর্ধ লাল মিয়া একটি পলিথিন মোড়ানো ঝুপড়ির মধ্যে শুয়ে রয়েছেন। কারোও গলার আওয়াজ পেলে চোখ মেলে তাকিয়ে একটিই অনুরোধ জানান বাবারা আমাদের বাঁচার একটা গতি করে দেও। পাশেই আরেক বয়োবৃদ্ধ হাসমত ও ফজিরন বলেন, আমাদের যাওয়ার তো কোন জায়গা নাই, তাই এখানেই কোন মতে পড়ে আছি। শুধু লাল মিয়া, ফজিরন বা মিলন মিয়া নয় এমন দূর্দশায় রয়েছে উচ্ছেদ হওয়া দিনমজুর ও নিম্ন আয়ের ১৫০টি পরিবারের প্রায় পাঁচ শতাধিক মানুষ।
এ বিষয়ে ঠাকুরগাঁও পৌরসভাধীন ১২ নং ওয়ার্ড কাউন্সিলর একরামুদ্দৌলা জানান, উচ্ছেদ অভিযানের দিন থেকে এসব অসহায় পরিবারদের থাকা-খাওয়ার বন্দোবস্ত করে আসছি।
এ বিষয়ে জানতে ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, তাদের পূণর্বাসনে প্রক্রিয়া চলমান রয়েছে। আশা করি খুব অল্প সময়েই তাদের পূণর্বাসন প্রক্রিয়া বাস্তবায়ন হবে।