ঠাকুরগাঁও সদর প্রতিনিধি
মোঃ আবুল হাসান
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশে গণতন্ত্র বলতে কিছু নেই, দেশের গণতন্ত্র রক্ষায় দলের তৃণমুলকে আরো বেশি শক্তিশালী হতে হবে।ধৈর্য ধারণ করে তৃণমুল নেতাকর্মীদের হাতকে শক্তিশালী করে দেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে।
রবিবার বিকেলে তার নিজ জেলা ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানায় জাতীয়তাবাদী দলের উদ্যোগে আবু নুর মিল মাঠে জাতীয়তাবাদী দল এর তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে অনুষ্ঠিত কর্মী সভায় এসব কথা বলেন তিনি।
জাতীয়তাবাদী দল রুহিয়া থানা শাখার আহ্বায়ক আনছারুল হকের সভাপতিত্বে কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা জাতীয়তাবাদী দলের সভাপতি তৈমুর রহমান, সাধারন সাংগঠনিক সম্পাদক মির্জা ফয়সাল আমিন৷
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা যুবদলের সভাপতি আবু নুুর চৌধুরী, রুহিয়া থানা ছাত্রদলের সাধারন সম্পাদক শাহিন আলম শাহী,ইউনিয়ন জাতীয়তাবাদী দলের দুুলাল হোসেন,আব্দুুুল মালেক মানিক, লুৎফুর রহমান।
সভা পরিচালনা করেন রুহিয়া জাতীয়তাবাদী দলের সাধারন সম্পাদক আব্দুুল মালেক মানিক ।