চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদীর পিতা অ্যাডঃ তাহের হোসেন রুশদী গুরুতর অসুস্থ হয়ে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালে (কার্ডিওলজি কক্ষ ২য় তলা) চিকিৎসাধীন রয়েচেন। গতকাল শনিবার দুপুরে তাঁকে দেখতে যান চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শহীদ পাটোয়ারী, সাধারণ সম্পাদক জিএম শাহীন, সাবেক সাধারণ সম্পাদক রহিম বাদশা। প্রেসক্লাব নেতৃবৃন্দ অ্যাডঃ তাহের হোসেন রুশদীর চিকিৎসার খোঁজখবর নেন এবং তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন। এ ছাড়াও এদিন বিভিন্ন পর্যায়ের সম্পাদক, সাংবাদিক ও শিক্ষকবৃন্দ হাসপাতালে তাঁকে দেখতে যান।