মঙ্গলবার, ১৭ জুন ২০২৫, ০১:৫৮ অপরাহ্ন
সবর্শেষ সংবাদ :
চাঁদপুরে জেলা ক্যাবের পক্ষ থেকে  বীর মুক্তিযোদ্ধাদের মাঝে মাস্ক বিতরণ  চাঁদপুরে ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা মতলব দক্ষিণে বেপরোয়া জৈনপুর বাস কেড়ে নিল যুবকের প্রাণ  মতলব দক্ষিণের ঘোড়াধারী গ্রামে যৌথ বাহিনীর অভিযান// ৫  কিশোর গ্যাং আটক // দেশীয় অস্ত্র উদ্ধার  হাটখোলা মসজিদে আধুনিক ডিজাইনের অজুখানা নির্মাণ কাজের শুভ উদ্বোধন। বেনাপোলের রঘুনাথপুর সীমান্ত স্বামী স্ত্রীর মরদেহ উদ্ধার। পুরান বাজারে ইলেকট্রনিক্স দোকানে চুরি // ৩ চোর আটক   ঈদ বিনোদন চাঁদপুর তিন নদীর মোহনায় ছুটির দিনে দর্শনার্থীর উপচে পরা ভীড় ইসলামী ছাত্র আ‌ন্দোলনের সা‌বেক ও বতর্মান দা‌য়িত্বশীল‌দের ঈদ পুন‌র্মিলনী স্বাস্থ‌্য স‌চেতনতা বৃ‌দ্ধির ল‌ক্ষে চাঁদপু‌রে ক‌্যা‌বের উ‌দ্যো‌গে স‌চেতনতামূলক লিফ‌লেট ও মাক্স বিতরণ

ধর্ষকদের ঠাই নাই, আমার সোনার বাংলায়” শ্লোগানকে সামনে রেখে মোরেলগঞ্জে সচেতন শিক্ষার্থীদের মানববন্ধন

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২০
  • ১৬০ বার পঠিত হয়েছে
মোঃনাজমুল ইসলাম সবুজ বাগেরহাট প্রতিনিধি:
“ধর্ষকদের ঠাই নাই, আমার সোনার বাংলায়।” এই শ্লোগানকে সামনে রেখে মোরেলগঞ্জে সচেতন শিক্ষার্থীদের ব্যানারে একদল যুবক সারাদেশের নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদে এবং তাদের সর্বোচ্চ বিচারের দাবীতে মানববন্ধন আয়োজন করছে ।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০:৩০ মিনিটে মোড়েলগঞ্জ পৌর বাজারের (কাপুড়িয়া পট্টি) এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।
পরবর্তীতে শোডাউন এর মাধ্যমে পৌর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মোড়েলগঞ্জ প্রেসক্লাবের সামনে অবস্থান করে। এ কর্মসূচিতে মোরেলগঞ্জের সকল সচেতন সাধারণ শিক্ষার্থী ও সচেতন নাগরিকেরা অংশগ্রহণ করেন।
অংশগ্রহণ কৃত প্রতিটি সচেতন শিক্ষার্থীর তাদের একটাই দাবি ধর্ষণকারীদের যেন সর্বোচ্চ শাস্তির আওতায় আনা হয়। তাদের পরিবারের মা বোন যেন নিরাপদে সমাজে বসবাস করতে পারে।
এ সময় মোরেলগঞ্জের সচেতন শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন, আব্দুল্লাহ আল মামুন শেখ, মুসাদ্দিক বিল্লাহ তামিম, মারুফ হোসেন, সোহেল ফরাজী, শেখ জয়, হাসান মাহমুদ, জসীম উদ্দীন, নুরুন্নবী পরাগ, সুলাইমান আবিদ, মানজারুল ইসলাম বানি সহ আরো অনেকে।
এই সময় আব্দুল্লাহ আল মামুন শেখ বলেন, ধর্ষকের নেই কোন দল, নেই কোন ধর্ম, নেই কোন জাত, ধর্ষক শুধুমাত্র ধর্ষকই। আমরা শুধুমাত্র ধর্ষককে যেন ধর্ষক হিসেবে বিচার করি এবং তাদেরকে সমাজ থেকে বয়কট করি। তাদের এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত যাতে তাদের শাস্তি দেখে পরবর্তীতে কেউ দ্বিতীয়বারে এমন চিন্তা ভাবনা মাথায় আনতে না পারে। ধর্ষণ একটি সামাজিক ব্যাধি হয়ে দাড়িয়েছে সমাজে, যার জন্য কঠিন আইন প্রণয়ন করা উচিত। এ সময় তিনি আরো বলেন বাংলাদেশের আইনের উপর শ্রদ্ধা রেখে বলছি বিচারপ্রক্রিয়ায় একটু ধীরগতিতে হোয়ায় তারা বিভিন্ন ফাঁকফোকর দিয়ে বেরিয়ে যাচ্ছে তাই তাদেরকে অতিসত্বর আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা গেলে ধর্ষণের সংখ্যা কমে যাবে। যিনি ধর্ষিত হয় আমাদের সমাজের তিনি লাঞ্ছিত অপমানিত হয়ে থাকেন কিন্তু যে নরপিচাশ ধর্ষক তাকে ধর্ষণ করেছে তিনি বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়, আমাদের সমাজে উচিত ওই ধর্ষককে সমাজ থেকে বয়কট করা এবং ধর্ষণকারীকে সমাজে হেয় প্রতিপন্ন এর হাত থেকে রক্ষা করা।
এ সময় বর্তমান প্রেক্ষাপট সম্পর্কে ধর্ষকদের বিরুদ্ধে মুসাদ্দিক বিল্লাহ তামিম বলেন , ধর্ষণ নামক অপকর্ম বন্ধে যেমন কঠোর আইন প্রয়োজন তেমনি ভাবে একজন পুরুষ হিসেবে সর্বপ্রথম মানসিকতা পরিবর্তন দরকার তাহলেই কেবল আমরা আগামীদিনের সম্ভাব্য ধর্ষণের হাত থেকে পরিত্রান পাবো, ইনশাআল্লাহ।
সোহেল ফরাজি বলেন, ধর্ষকদের কপালে খোদাই করে ধর্ষক লিখে দেওয়া উচিত যাতে তাদের সবাই দেখে চিনতে পারে যে এরা পুরুষরূপী কাপুরুষ। তিনি আরও বলেন স্বাধীন দেশে প্রতিটি মা ও বোনের ইজ্জতের মূল্য দিতে হবে যাতে কোনো উপায়ে কোন মা তাদের কোনো মেয়েকে নিয়ে শঙ্কিত না থাকে।
নুরুন্নবী পারগ বলেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে ধর্ষণের হার কিছুটা বেড়ে গেছে এই সময় আমাদের ঘরে বসে চুপ থাকলে চলবে না আমাদের সোচ্চার হতে হবে এবং ধর্ষকদের বয়কট করতে হবে সমাজ থেকে। যিনি ধর্ষক তিনি ধর্ষকই তার নেই কোন দল নেই কোনো জাত নেই কোন ধর্ম আমরা রাজনৈতিক কোন দল কিংবা রেশনালে কাউকে দলে বিভক্ত না করে ধর্ষককে দর্শক হিসেবে বিবেচনা করে তাদেরকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনা হোক।
 জাসিম উদ্দিন বলেন, ধর্ষণ দেশের একটি সামাজিক ব্যাধি হয়ে দাড়িয়েছে এই ব্যাধি আমরা অতি সত্ত্বর দূর করতে চাই, এখনই সময় এদেরকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনা। আমরা যদি এই ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে না পারি তাহলে এই স্বাধীন দেশে আমরা লজ্জিত ও মাথা নত করে বাঁচতে হবে তাহলে আমরা সেই ধর্ষক বোনের চোখের দিকে তাকিয়ে সেই ধর্ষক মায়ের মুখের দিকে তাকিয়ে কথা বলতে পারব না তাহলে তাদের সামনে আমাদের মাথা নত করে চলতে হবে কারণ ৩০ লক্ষ শহীদের রক্তে ও ২ লাখ মা-বোনের ইজ্জতের বিনিময়ে এই স্বাধীন ভূখণ্ড আমাদের। এখানে প্রতিটি মায়ের প্রতিটি বোনের ইজ্জত সম্মান এর নিশ্চিত করতে হবে।
মারুফ হোসেন বলেন, মনুষ্যত্ব বিকৃতি পুরুষরূপী কিছু কাপুরুষদের জন্য আমাদের গোটা পুরুষ সমাজ আজ লাঞ্ছিত, আমার একটাই দাবি এই ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির আওতায় আনা হোক। এমন দৃষ্টান্ত শাস্তির স্থাপন করা হোক ধর্ষকদের বিরুদ্ধে যাতে পরবর্তীতে এমন কার্যক্রম কেউ না সংগঠিত করতে পারে।
এছাড়াও অন্যান্য বক্তারা দেশের বর্তমান প্রেক্ষাপট নিয়ে মন্তব্য করেন এবং তারা বলেন স্বাধীন দেশে প্রতিটি মা-বোনের ইজ্জত হেফাজত করা আমাদের প্রতিটি নাগরিকের অধিকার তাই কোনও মা বোন ভাই বাবা তাদেরও যেন এই অধিকার থেকে বঞ্চিত না হয়। তারা আরো বলেন আমরা চাই স্বাধীন দেশে একটি সুস্থ সমাজ পরিচালনা করতে। দেশের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া লোমহর্ষক ঘটনার জন্য অভিযুক্তদের অতিদ্রুত আটক করা হয় এবং তাদেরকে শাস্তির আওতায় আনা হয় এবং ধর্ষণকারীদের বিরুদ্ধে কঠিন আইন বাস্তবায়ন করতে হবে যাতে পরবর্তীতে কেউ এমন কার্যক্রমের কথা না ভাবতে পারে।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com