আতাউর শাহ্, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর চকবাড়িয়া এলাকায় সওতুল হীরা জহির উদ্দিন হাফিজিয়া এতিমখানা ও লিল্লাহ বোডিং মাদ্রাসার নতুন পাকা ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। আজ (০৯ ফেব্রুয়ারী) বুধবার দুপুর ২ টা ৩০ ঘটিকার সময় উক্ত মাদ্রাসা ও এতিমখানার ভিত্তি প্রস্তর স্থাপন উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব এজাহার আলী মন্ডল এবং সাধারণ সম্পাদক এমদাদুর রহমান জুয়েল এর উদ্যোগে নতুন পাকা ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন করেন, প্রধান অতিথি নওগাঁ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব ইলিয়াস তুহিন রেজা।
ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও অত্র মাদ্রাসার সহ-সাধারণ সম্পাদক আমানুজ্জামান শিউল। প্রধান অতিথি বলেন, এলাকার বিত্তশালীদের অত্র মাদ্রাসা ও এতিমখানায় তাদের সাধ্যমতে সাহায্য সহযোগিতা করার অনুরোধ জানান ও যারা এই মাদ্রাসা ও এতিমখানা পরিচালনার জন্য অর্থ দিয়ে সাহায্য সহযোগিতা করছেন, আল্লাহ্ পাক কবুল করলে তারা নেক আমলের অংশিদারী হবেন। আর যে সমস্ত বাচ্চারা এখানে আল্লাহর দ্বীনি শিক্ষায় শিক্ষিত হয়ে হাফেজ তৈরি হয়ে দ্বীন প্রতিষ্ঠায় কাজ করবে সেই উছিলায় তারা যে আমল করবে তার একটি অংশ এসব অর্থ সাহায্য কারীদের আমলনামায় যোগ হবে।
উল্লেখ্য যে ২০১৮ সালে এই মাদ্রাসা ও এতিমখানাটি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে ২৫ জন ছাত্র রয়েছে এর মধ্যে অত্র প্রতিষ্ঠানে অধ্যয়নরত সকল ছাত্রদের সম্পূর্ণ বিনা বেতনে পড়াশুনার করানো হয়। এই সমস্ত এতিম ছাত্রদের থাকা খাওয়া ও পড়াশোনার সংশ্লিষ্ট সকল প্রকার খরচ প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা সভাপতি ও সাধারণ সম্পাদক বহন করে থাকেন। সাধারণ সম্পাদক এমদাদুর রহমান জুয়েল বলেন, নওগাঁ সদর পৌরসভাধীন চকবাড়িয়ার গরীব অসহায় এতিম ছাত্রদের পরিস্কার পরিছন্ন পরিবেশে দ্বীনি শিক্ষাদানের উদ্দেশ্যে উক্ত নতুন পাকা ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা নূরানী পদ্ধতিতে কোরআন শিক্ষার পাশাপাশি বাংলা ও ইংরেজি শিক্ষায় পাঠদান করানো হয়। ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন অনুষ্ঠানে অত্র সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। মাদ্রাসা ও এতিমখানাটির মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মোঃ জাহিদুল ইসলাম।