আতাউর শাহ্, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর আত্রাইয়ে জমিজমাকে কেন্দ্র করে দুইপক্ষের মাঝে ব্যাপক সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে প্রতিপক্ষের হামলায় সবুর আলী শাহ্ (৪৫) নামে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন উভয়পক্ষের ১৪ জন। আহত ব্যক্তিদের রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল ও আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেফতার করেছেন। গ্রেফতারকৃতরা হলেন মোজাম্মেল হক শাহ (৬০) সাজেদা বিবি (৫২), ও মিল্লাতুন নেছা(১৯)। গ্রেফতারকৃতদের শুক্রবার দুপুরে জেল হাজতে পাঠানো হয়েছে। মামলা সূত্রে জানা যায় উপজেলার পাঁচুপুর ইউনিয়নের জয়সাড়া (উত্তর পাড়া) গ্রামের আবদুস ছামাদ ও মোজাম্মেল হকের মধ্যে বাড়িভিটার জায়গা নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিল। গত বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে মোজাম্মেল হক জায়গাটি দখল করতে গেলে আবদুস ছামাদ ও তার লোকজন এতে বাধা প্রদান করেন। এ সময় তাদের মাঝে বাকবিতণ্ডার একপর্যায়ে ভয়াবহ সংঘর্ষের সৃষ্টি হয়। এতে সবুর আলী শাহসহ আরও অনেকে গুরুতর আহত হলে তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। সেখানে সবুর আলী অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তার উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একইদিন দিনগত রাত সাড়ে ৯ টার দিকে গুরুতর জখমপ্রাপ্ত সবুর মারা যান। আত্রাই থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছেন। পুলিশ ময়নাতদন্তের জন্য নিহত সবুর আলীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানোর হয়েছে। এ ঘটনায় আবু বক্কর সিদ্দিক বাদি হয়ে ৯ জনকে আসামী করে আত্রাই থানায় একটি মামলা দায়ের করেছেন। অন্য আসামিদের গ্রেফতারের জন্যে পুলিশ তৎপর রয়েছেন।