আতাউর শাহ্, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁ জেলা ধামইরহাট উপজেলার ৫ নং আড়ানগর ইউনিয়ন পরিষদ আজ বুধবার (৯ ফেব্রুয়ারী) বিকেল ৪টায় আড়ানগর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে দায়িত্বভার গ্রহণ করেন তারা। নব-নির্বাচিত চেয়ারম্যান মোসাদ্দেকুর রহমান এর সভাপতিত্বে অভিষেক ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামইরহাট উপজেলা সমবায় কর্মকর্তা হারুন অর রশিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিদায়ী চেয়ারম্যান সাহাজান আলী কমল, সাংবাদিক এ কে সাজু, মিলু ও বুলবুল আহম্মেদ ( বুলু) এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সচিব সাবদুল ইসলাম, নবনির্বাচিত চেয়ারম্যান এর সহধর্মিণী মাসরুফা আকতার মিমি, রেজোয়ান আহম্মেদ, বিথি আকতারসহ নবনির্বাচিত ইউপি সদস্যগণ উপস্থিত ছিলেন।
এ সময় নবনির্বাচিত চেয়ারম্যান মোসাদ্দেকুর রহমানকে ভোটে নির্বাচিত করায় অত্র ইউনিয়নবাসীকে ধন্যবাদ জানানোর পাশাপাশি পরিষদের সার্বিক কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালনার জন্য উপস্থিত সকলের নিকট সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি । শেষে উপজেলা সমবায় কর্মকর্তা হারুন অর রশিদ নবনির্বাচিত চেয়ারম্যানের নিকট আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন এবং চেয়ারম্যান মোসাদ্দেকুর রহমান নির্বাচিত সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন।