আতাউর শাহ্, নওগাঁ প্রতিনিধি
নওগাঁর মহাদেবপুর রাস্তার পাশে ধান ক্ষেত থেকে ব্যাটারি চালিত অটোরিক্সা চালক হাসান আলীর (১৭) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সকাল ৮টার দিকে মহিষবাথান মোড়ে সংলগ্ন রাস্তার পার্শ্বে তার যুবকের মরদেহ উদ্ধার করা হয়। তবে তার অটোরিক্সা ঘটনাস্থলে পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছে পুলিশ।
নিহত হাসান আলী উপজেলার খাজুর ইউনিয়নের খোদ্দকালনা গ্রামের আহাদ আলীর ছেলে।
নিহতের পরিবার ও থানা সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো গতকাল শনিবার ভাড়ায় চালানোর জন্য বাড়ি হতে ব্যাটারি চালিত অটোরিক্সা নিয়ে বের হয়ে যান । রাতে বাসায় না ফিরলে পরিবারের লোকজন সম্ভাব্য সব জায়গায় খোঁজখবর নেন। কিন্তু কোথাও তার কোন খোঁজ পাননি ।
আজ সকাল ৮টার দিকে উপজেলার মহিষবাথান মোড়ে সংলগ্ন রাস্তার পার্শ্বে জমিতে পরে থাকা এক যুবকের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেয়। খবর পেয়ে মহাদেবপুর থানা পুলিশ ঘটনাস্থলে মরদেহ উদ্ধার করে। তবে তার অটোরিক্সা ঘটনাস্থলে পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছে পুলিশ।
মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা যাচ্ছে অটোরিকশা ছিনতাইয়ের পর হাসানকে হত্যার ঘটনা ঘটতে পারে। তার মরদেহের প্রাথমিক সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য নওগাঁ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে । ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।