আতাউর শাহ্, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় ছাত্রদলের কলেজ শাখার আহবায়ক জোনায়েদ হোসেনকে ছাত্রলীগের অতর্কিত হামলার প্রতিবাদে নওগাঁ জেলা শাখার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ন সাধারন সম্পাদক মোঃ আবু সালেহ স্নেহ ও সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আল-আমিন বাদশার উদ্যোগে আজ ২৬ ফেব্রুয়ারী শনিবার বিকেল ৪ ঘটিকায়টার সময় নওগাঁ সরকারি ডিগ্রি কলেজ প্রাঙ্গন হতে ঝটিকা মিছিল করে নওগাঁ সদর কেডির মোড় বিএনপি’র দলীয় কার্যালয়ের সামনে এসে সমবেত হয়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ হামলায় আহত জোনায়েদ বর্তমান নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, দুপুর সাড়ে ১২ ঘটিাকার দিকে ছাত্রদলের কলেজ শাখার আহ্বায়ক জোনায়েদ হোসেন কলেজে গেলে এইচএসসি অনলাইনে ভর্তি আবেদনকারীরা জুনায়েদের কাছে সহযোগিতা চান, তখন সে তাদের সহযোগিতা করার চেষ্টা করছেন। এমন সময় ছাত্রলীগের ছেলেরা জুনায়েদকে ডেকে অতর্কিত হামলা চালিয়েছেন। এঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানিয়ে ও দোষীদের বিচারের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি জানানো হয় প্রতিবাদ সমাবেশ থেকে। প্রতিবাদ সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা শাখার আহ্বায়ক কমিটির সদস্য মামুনুর রহমান রিপন, যুবদলের সভাপতি বাইজিত হোসেন পলাশ সাধারণ সম্পাদক খায়রুল আলম গোল্ডেন প্রমূখ।