আতাউর শাহ্, নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁয় গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল অভিযান চালিয়ে ২৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে। সেই সঙ্গে দুই নারী মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে জেলার সদর থানার দোগাছী গ্রামে অভিযান চালিয়ে জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার ডামপুর গ্রামের মোঃ আজিজুল মন্ডলের মেয়ে মোছাঃ মুন্নি আকতার (২৮) এবং দিনাজপুর জেলার বকিমপুর থানার দক্ষিণ বাসুদেবপুর গ্রামের মোঃ আমিনুর ইসলামের স্ত্রী মোছাঃ সাবিনা বেগম (৩৫) কে গ্রেফতার করা হয়।
এ সময় তাদের কাছ উক্ত পরিমাণ ফেন্সডিল উদ্ধার করা হয়। ডিবির এসআই মোঃ মিজানুর রহমান মিজানের নেতৃত্বে অভিযানটি পরিচালনা করা হয়। তাদের বিরুদ্ধে সদর থানায় মাদক আইনে মামলা হয়েছে।