আতাউর শাহ্, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দায় প্রেমের অপবাদে স্কুলছাত্রীকে নির্যাতন, অপমান সইতে না পেরে আত্মহত্যার ঘটনার ছয়জনের বিরুদ্ধে থানা মামলা দায়ের করেছে মৃত স্কুলছাত্রীর বাবা ছলিম উদ্দিন শাহ। শনিবার রাতে মান্দা থানায় মামলাটি দায়ের করেন। মামলাটি আমলে নিয়ে পুলিশ অভিযান চালিয়ে সাদ্দাম হোসেন (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত যুবক সাদ্দাম হোসেন উপজেলার সদর ইউনিয়নের কয়াপাড়া গ্রামের আব্দুল আজিজ শাহের ছেলে। মৃত স্কুলছাত্রীর বাবা ছলিম উদ্দিন শাহ বলেন, তার মেয়ে বেবী আক্তারের সঙ্গে আসামী শামীম হোসেনের প্রেমের সম্পর্ক রয়েছে বলে মিথ্যা অভিযোগ তোলা হয়। এ অজুহাতে বুধবার বিকেল সাড়ে ৪ টার দিকে বেবীকে প্রতিবেশী মোজাফফর হোসেনের বাড়িতে কৌশলে ডেকে নেন আসামীরা। সেখানে একটি ঘরে আটকে রেখে আসামী সাদ্দাম হোসেন তাঁকে নির্যাতনসহ শ্লীলতাহানী করে।
এ অপমান সইতে না পেরে ওই রাতেই সবার অজান্তে বিষপান করে। তিনি আরও বলেন, ‘আমার মেয়েকে আর কোনদিন ফিরে পাবো না তবে ঘটনার সঙ্গে জড়িত সকল আসামীকে অবিলম্বে গ্রেপ্তারসহ তাঁদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি করছি।’ মান্দা থানার অফিসার ইনচার্জ শাহিনুর রহমান শাহিন বলেন, স্কুলছাত্রী বেবীর মৃত্যুর ঘটনার তার বাবা ছলিম উদ্দিন শাহ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলার পর রোববার রাতে অভিযান চালিয়ে সাদ্দাম হোসেন নামে এক আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে সোমবার তাকে জেল হাজতে পাঠানো হবে। উল্লেখ্য যে, উপজেলার কুসুম্বা ইউনিয়নের দীঘিরপাড়া গ্রামের চয়নুল ইসলামের সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে এমন অজুহাত এনে স্কুলছাত্রীর নাম বেবী আক্তারকে (১৫) নির্যাতন ও শ্লীলতাহানী করা হয়। এ অপমান সইতে না পেরে সে বিষপান করে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুরে তার মৃত্যু হয়। মৃত বেবী আক্তার মান্দা সদর ইউনিয়নের খাগড়া উত্তরপাড়া গ্রামের ছলিম উদ্দিন শাহের মেয়ে এবং মান্দা এসসি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী।