বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১১:৫৮ অপরাহ্ন
সবর্শেষ সংবাদ :
শ্রীশ্রী রাম ঠাকুরের দোল উৎসবের ১০০ বছর উপলক্ষে শতবর্ষ পূর্তি অনুষ্ঠান মতলব উত্তরে অভয়াশ্রম ও জাটকা রক্ষা অভিযানের নিষেধাজ্ঞা রাত বারটায় শেষ //জেলেরা নামবে নদীতে আশুলিয়ার বাইপাইল ব্রিজের নিচের খাল থেকে অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার আশুলিয়ায় বিদেশি পিস্তল ও গুলিসহ যুবককে আটক করেছে র‍্যাব নওগাঁয় বিয়ের প্রলোভনে স্কুল ছাত্রীকে গণধর্ষণ; দুইজনের যাবজ্জীন মতলব উত্তরে নবাগত উপজেলা প্রকৌশলীর যোগদান ৭২ ঘন্টার ব্যবধানে  ডাকাতিয়ায় ডুবে কলেজ ও স্কুল ছাত্রের মৃত্যু // সোয়া ঘন্টার মধ্যে স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার বিজয়ী এর উদ্যোগে হুইল চেয়ার বিতরন, প্রতিবন্ধিরা সমাজের বোঝা নয় সম্পদ- তানিয়া খান চাঁদপুরে দুরারোগ্য রোগীদের মাঝে দেড় কোটির টাকা চেক প্রদান চাঁদপুরের মতলব উত্তরে বাঁশ দিয়ে ঘরের সিলিং তৈরি করে তাদের সংসার চলে বাঁশ শিল্পীদের 

নগর সমম্বয় কমিটির সভা  ঈদের আগেই পুরান বাজার ৩টি সড়কের কাজ সমাপ্ত করা  হবে,,,পৌরসভার প্রশাসক মোঃ গোলাম জাকারিয়ার

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ০ বার পঠিত হয়েছে
মানিক দাস // চাঁদপুর পৌরসভার নগর সমম্বয় কমিটি ( টিএলসি)  সভা অনুষ্ঠিত হয়েছে।  ১৯ মার্চ বুধবার সকালে চাঁদপুর এলিট চাইনিজ রেস্টুরেন্টের হল রুমে নগর সমম্বয় কমিটি ( টিএলসি)সভা অনুষ্ঠিত হয়। চাঁদপুর পৌরসভার প্রশাসক মোঃ গোলাম জাকারিয়ার সভাপতিত্বে
গীতা পাঠ করেন চনাদনাথ ঘোষ
ঈদের আগেই পুরান বাজার ৩টি সড়কের কাজ সমাপ্ত করা  হবে। হোল্ডিং টেক্স আদায়ে আমরা পিছিয়ে আছি। একটা বাসা ভাড়া যা হবে তার অর্ধেক পৌরসভাকে দিতে হবে। এর মাধ্যমে হল্ডি টেক্স সমন্ময় করতে চাচ্ছি।  প্রতি বাসা বাড়ি গিয়ে আমরা হল্ডিং টেক্স
হাল নাগাদ করবো। হল্ডিং টেক্স ১০ কোটি টাকায় বর্ধিত করা যেতে পারে । পরবর্তি সময়ে  যে মেয়র হবেন তার কাজ করতে সহজ হবে।
 পানির বিল তিনটি রয়েছে প্রায় ১৫০ কোটি টাকা। কোন ফ্রান্ড রাখা হয় নাই। আড়াই কোটি টাকা ঘারতি হয়।  সবই বিবেচনা রাখতে হবে, পানির বিল বরানো বা কমানো বিবেচনা করে দেখতে হবে। আক্তার মাঝি বলেন,  এই কমিটিতে ফেসিবাদ এখনো বহাল আছে, তাদের বাদ দিলে পৌরসভার আরো উন্নয়ন হবে।
জনগনের পকেটে টাকা নেই টেক্স বাড়ালে জনগনের ক্ষতি হবে। যানজট একটা লাইসে্ন্স নিয়ে অধিক গাড়ি চলে।
 রাস্তার পাড়ে দোকান বাজার গুলো বিপাকে পরেছে।  আগামী ৮ এপ্রিল থেকে কোন সিএনজি শহরে প্রবেশ করতে পারবে না। ইতি মধ্যে আমরা পৌরসভা থেকে ব্যাটারী চালিত অটো রিক্সা লাল এবং সবুজ করা হয়েছে।  একদিন লাল চলবে একদিন সবুজ চলবে।
চাঁদপুর পৌর নাগরিকরা সঠিক ভাবে সেবা পাচ্ছে না। আমরা যদি দু শ ভ্যান গাড়ির হকারদের পূনবাসন করি তাহলে দেখবো আরো দু শ গাড়ি চলে আসবে। আমাদের দেশের মাটি কাঁদা মাটি। যার জন্য রাস্তা পাকা করণ করা যাচ্ছে না। বহিঃবিশ্বে কাঁদা মাটি নেই যার জন্য তাদের সড়ক এত সুন্দর। পানির বিলে প্রতি বছর আড়াই কোটি টাকা ঘারতি থাকে। পানির বিল বৃদ্ধি করলে এর ঘারতি কিছুটা লাঘব হবে। চাঁদপুর পৌরসভার বর্ধিত এলাকা গুলো অবহেলিত। আশা করি আমরা এই বর্ধিত এলাকাবাসী পৌরসভার সকল সুযোগ সুবিধা পাচ্ছে। আমরা ও তাদের কাছ থেকে ট্যাক্স ভ্যাট পাবো। চাঁদপুর শহরে আধুনিক ৬ টি গণ শৌচাগার করা হবে নারী ও পুরুষের জন্য। তাছাড়া ময়লার ভাগার গুলো শহর থেকে অপসারন করার উদ্যোগ গ্রহন করা হয়েছে। শহরের ইচুলি এলাকায় ময়লার ভাগারটি সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। মেথা রোডের ব্রিজ ভেঙ্গে রাস্তা প্রসস্হ করার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে।
চাঁদপুর পৌর নাগরিকরা সঠিক ভাবে সেবা পাচ্ছে না। আমরা যদি দু শ ভ্যান গাড়ির হকারদের পূনবাসন করি তাহলে দেখবো আরো দু শ গাড়ি চলে আসবে। আমাদের দেশের মাটি কাঁদা মাটি। যার জন্য রাস্তা পাকা করণ করা যাচ্ছে না। বহিঃবিশ্বে কাঁদা মাটি নেই যার জন্য তাদের সড়ক এত সুন্দর। পানির বিলে প্রতি বছর আড়াই কোটি টাকা ঘারতি থাকে। পানির বিল বৃদ্ধি করলে এর ঘারতি কিছুটা লাঘব হবে। চাঁদপুর পৌরসভার বর্ধিত এলাকা গুলো অবহেলিত। আশা করি আমরা এই বর্ধিত এলাকাবাসী পৌরসভার সকল সুযোগ সুবিধা পাচ্ছে। আমরা ও তাদের কাছ থেকে ট্যাক্স ভ্যাট পাবো। চাঁদপুর শহরে আধুনিক ৬ টি গণ শৌচাগার করা হবে নারী ও পুরুষের জন্য। তাছাড়া ময়লার ভাগার গুলো শহর থেকে অপসারন করার উদ্যোগ গ্রহন করা হয়েছে। শহরের ইচুলি এলাকায় ময়লার ভাগারটি সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। মেথা রোডের ব্রিজ ভেঙ্গে রাস্তা প্রসস্ত করার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে।
অন্যান্য বক্তারা বলেন, আমরা  আইনের কঠিন প্রয়োগ করতে পারিনা,তা হলো সামাজিক কারনে।  যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্হা ভেঙ্গে পরেছে। পুলিশ সদস্যরা ৫ আগস্টের পর একেবারেই দুর্বল । ভ্রাম্যান ব্যবসায়ীদের ভ্যান গাড়ীর কারণে  বাজার গুলোর ক্ষতি হচ্ছে।  পৌরসভার আইন অনুযায়ী ইজারাদার বেশি নিতে পারবে না।
পৌর কর বাড়াবো না পানি নিয়ে চিন্তা করুন। প্রতিটি নাগরিক নাজুক অবস্হায় আছে। এই অবস্হায় কোনো কোছু বড়ানো ঠিক হবে না। ফুটপাতে দোকান পাটের প্রবনতা অনেকাংশে বৃদ্ধি পেয়েছে।  বিপনিবাগ বাজারের পুকুর ভড়াট করে মাছ বাজার করা যেতে পারে। তাছাড়া ইদানিং চাঁদপুর শহরে যানজট সৃষ্টি করছে চাঁদপুর শহরের বাইরের অটো রিক্সা চালকরা। যার কারণে রাস্তা পারাপারে সময় লেগে যাচ্ছে।
এসময় আরো বক্তব্য রাখেন, পৌর বিএনপির আহ্বায়ক আক্তার হোসেন মাঝির, অ্যাডঃ মুনিরা চৌধুরী,পৌর নির্বাহী কর্মকর্তা  আবুল কালাম ভূইয়া,চাঁদপুর প্রেসক্লাব সভাপতি রহিম বাদশা, সাধারন সম্পাদক কাদের পলাশ ,মামুনুর রশিদ বেলাল,মোঃ সেলিম পাটোয়ারী, সিরাজুল ইসলাম পাটোয়ারী, ওমর ফারুক ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা পৌরসভা, ডাঃ মুস্তাফিজুর রহমান, অ্যাডঃ মুনিরা চৌধুরী,  সাবেক কাউন্সিলর মাঈনুল ইসলাম, নাহিদা সুলতানা সেতুসহ আরো অনেকে।
সভার শুরেু কোরআন তেলোয়াত করেন প্রশাসনিক কর্মকর্তা মফিজুল ইসলাম হাওলাদার ও গীতা পাঠ করেন সমাজ উন্নয়ন কর্মকর্তা চন্দনাথ ঘোষ চন্দন।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com