নবাবগঞ্জ(দিনাজপুর) থেকে সৈয়দ হারুনুররশীদ।দিনাজপুরেরনবাবগঞ্জউপজেলারভাদুরিয়াইউনিয়নের চেয়ারম্যানআসমানজামিলেরবিরুদ্ধে দূর্নীতি ওঅনিয়মেরঅভিযোগেমানববন্ধনকর্মসূচীঅনুষ্ঠিতহয়েছে। ঈদউলআযহাউপলক্ষ্যে ভিজিএফে’রচালবিতরণেব্যাপকঅনিয়ম ও আত্মসাতেরঅভিযোগে ওই মানববন্ধনকর্মসূচীপালনকরাহয়। ভাদুরিয়াইউনিয়নবাসীরআয়োজনেআজশুক্রবারবিকালসাড়ে৪ টা থেকে ৫ টাপর্যন্তভাদুরিয়াবাজারের চৌরাস্তার মোড়ে ওই কর্মসূচীঅনুষ্ঠিতহয়। মানববন্ধনেইউ,পিসদস্য হাররুনুররশীদ, আতাউররহমান,কাউছারআলী, গোফ্ফারআলী, শাবানা বেগম, মাহফুজা বেগম, আসমা বেগমসহএলাকারপ্রায় ৫০/৬০ জন অংশ গ্রহনকরেন। ইউ পিসদস্য হাররুনুররশীদ মানববন্ধনে বক্তব্যে বলেনইউ,পি চেয়ারম্যানপরিষদেরবয়স্ক ভাতা, বিধাব ভাতা, প্রতিবন্ধীভাতা, মাতৃত্ব কালীনভাতা, ভিজিডি, খাদ্যবান্ধবকর্মসূচী, ৪০ দিনেরকর্মসূচী, গৃহনির্মানকর্মসূচীসহসকলকাজের ২ থেকে ২৫০০০ টাকাপর্যন্ত গোপনেউৎকোচনিয়েঅতœসাৎকরেআসছেন। কোনকাজেইউপিসদস্যদের কোনপ্রকার অংশ গ্রহনকরাননা। ইউপি চেয়ারম্যারতারইউনিয়নেচুল ঁেছড়াকারখানা থেকে বিভিন্ন কৌশলেলক্ষলক্ষটাকচাঁদাবাজিকরেআসছেবলেওমানববন্ধনের বক্তর্বে বলেন।এ ছাড়াওমহিলা মেম্বারদেরঅশ্লীল ও অকথ্য ভাষায়গালিগালাজ ও হুমকিদিয়ে থাকেন। ব্যাপকঅনিয়ম ও মনগড়াভাবে একছত্র ভাবেসকলকাজঅনিয়মেরমাধ্যমেকরেআসছেন। তারবিরুদ্ধেঅনিয়ম ও দূর্নীতির ৯ জনইউ,পিসদস্য স্বাক্ষরিতঅভিযোগ গত ১৫ মে ২০১৮ কর্তৃপক্ষেরনিকট দেয়া হলেওআজওতার কোনপ্রতিকারহয়নি।