নবাবগঞ্জ(দিনাজপুর) থেকে সৈয়দ হারুনুর রশীদ।
দিনাজপুরের নবাবগঞ্জ থানা পুলিশ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে উপজেলার পৃথক পৃথক স্থান থেকে ইয়াবা ট্যাবলেট হোরোইন ও দেশীয় তৈরী চোলাইমদ সহ ৫ জনকে গ্রেফতার করেছে। পুলিশ জানায় ৩০ নভেম্বর রাতে উপজেলার পুটিমারা ইউনিয়নের বয়রা(উঃপাড়া) গ্রামের মো. তোফাজ্জল হোসেনের ছেলে মো. ইকবাল হোসেন(৩২)কে ৩০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়।
একই রাতে উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের পাকুড়িয়া গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে মো. ফারুক মিয়া(৪৫) এবং মৃত আবুল হোসেনের ছেলে মো. হারেজ আলী(৫০) কে বাদামী রংয়ের দেড় গ্রাম হেরোইন সহ গ্রেফতার করা হয়। অপর দিকে একই দিন বিকালে উপজেলার কুশদহ ইউনিয়নের স্বপ্নপূরী-কাজীপাড়া পাকা সড়কের উপর থেকে শিবপুর(মধ্যঠন) গ্রামের মৃত মজমুল হকের ছেলে মো. নুর আলম(২২) ও চামুন্ডা(খোয়াড়েরডাংগা) গ্রামের মো. গোলজার হোসেনের ছেলে মো. সুজন মিয়া(২১)কে ১০ লিটার দেশীয় তৈরী চোলাই মদ সহ গ্রেফতার করা হয়। এসব ব্যাপারে পুলিশ বাদী হয়ে থানায় পৃথক ৩টি মামলা দায়ের করেছে। গ্রেফতারকৃতদের বুধবার আদালতে সোপর্দ করা হয়েছে।