নবাবগঞ্জ(দিনাজপুর)থেকে সৈয়দ হারুনুর রশীদ। বীমা দিবসে শপথ করি,উন্নত দেশ গড়ি প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের নবাবগঞ্জে জাতীয় বীমা দিবস উদযাপিত হয়েছে। মঙ্গলবার বিকালে দিবসটি উদযাপন উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিকাল ৪টায় উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ সোমের সভাপতিত্বে তার সভা কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বীমার গুরুত্ব ও প্রেক্ষাপটের উপরে বক্তব্য রাখেন সহকারী কমিশনার(ভ’মি) কামরুজ্জামান সরকার উপজেলা শিক্ষা অফিসার রেজাউল করিম উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী রেফাউল আজম ও এস আই জসিম উদ্দীন। সভায় নানা শ্রেণী ও পেশার মানুষ অংশ গ্রহণ করে।