নবাবগঞ্জ(দিনাজপুর) থেকে সৈয়দ হারুনুর রশীদ। দিনাজপুরের নবাবগঞ্জে দুই সন্তানের এক জননীকে ধর্ষণের অভিযোগে থানায় একটি মামলা দায়ের হয়েছে। ভ’ক্তভোগী ওই জননী(৩২) নিজে বাদী হয়ে মঙ্গলবার থানায় ওই মামলাটি দায়ের করে। পুলিশ ওই মামলায় ধর্ষককে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে। মামলার সংক্ষিপ্ত বিবরনে জানা যায় ভ’ক্তভোগীর পাশ্ববর্তী একটি উপজেলা এলাকায় ২০০৮ সালে বিয়ে হয়। তার ২টি সন্তান আছে। ২০১৫ সালে তার স্বামী দূর্ঘটনায় মারা যায়।
এরপর সে পিতার বাড়ীতে আশ্রয় নেয়। ২ বছর পূর্বে মামলার অভিযুক্ত নবাবগঞ্জ উপজেলা সদরের তর্পণঘাট(গোলাবাড়ী) গ্রামের গোবিন্দ চন্দ্র মহন্তের ছেলে জয় মহন্ত ওরফে কমল(৩৮) এর সাথে হরিপুর বাজারস্থ তার হোমিও ফার্মেসিতে চিকিৎসার সুবাদে পরিচয় হয়। এরপর প্রায় চিকিৎসার জন্য তার ফার্মেসিতে যায়। এক পর্যায়ে তারা একে অপরের প্রেমে জড়িয়ে পড়ে। এরপর তার সাথে বিয়ের প্রলোভনে মামলার অভিযুক্ত একাধিকবার দৈহিক মেলামেশা করে। পরবর্তীতে অভিযুক্তকে সে বিয়ের কথা বললে বিভিন্ন তালবাহানা করে কাল ক্ষেপন করতে থাকে। ১৩ ডিসেম্বর ২০২১ তারিখ রাত আনুমানিক ১০ টার সময় মামলার অভিযুক্ত তার বাড়ীতে গিয়ে ইচ্ছার বিরুদ্ধে দৈহিক মেরামেশায় লিপ্ত হয়।
অভিযুক্তকে বিয়ের চাপ সৃষ্টি করলে গত ০৫ জানুয়ারী ২০২০ তারিখে খাটাংপাড়া চান্দলীমোড় গ্রামের জনৈক রবিউল ইসলামের বাড়ীতে সিদুর পরিয়ে তাকে শান্তনা দেয়। পরে সিদুর পরে বিয়ের বিষয়টি জানাজানি হলে তাকে ঘরে তুলে নেয়ার জন্য বললে অভিযুক্ত একেক সময় একেক কথা বলে কালক্ষেপন করতে থাকে এবং চলতি বছরের জানুয়ারী মাস থেকে তার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। এ ব্যাপারে সে স্থানীয় ইউ,পি সদস্য সহ এলাকার গন্যমান্য ব্যক্তির্গের নিকট বিচার দাবী করে। বিষয়টি নিয়ে শালিস বসলেও সমাধান না হওয়ায় নিরুপায় হয়ে সে থানায় মামলা দায়ের করে। নবাবগঞ্জ থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) তাওহীদুল ইসলাম মামলার বিষটি নিশ্চিত করে জানান ওই মামলার অভিযুক্তকে গ্রেফতার করে মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়েছে। একই দিন ভুক্তভোগীকে ডাক্তারী পরিক্ষার জন্য পাঠানো হয়েছে।