নবাবগঞ্জ(দিনাজপুর)থেকে সৈয়দ হারুনুর রশীদ।
দিনাজপুরের নবাবগঞ্জ থানা পুলিশ খোদাই করা কষ্টি পাথরের তৈরী একটি স্বর্গের দেবী(অপসরা) মূর্তি উদ্ধার করেছে। নবাবগঞ্জ থানার ওসি ফেরদৌস ওয়াহিদ এমপিএস জানান বুধবার ১৬ ফেব্রুয়ারী বিকালে উপজেলার কুশদহ ইউনিয়নের কচুয়া গ্রামের পূর্বপাশ্বে ডুমুরেরডাঙ্গা নামক স্থানে জনৈক আব্দুল আউয়ালের জমিতে বালু উত্তোলনের সময় শ্রমিকেরা পরিত্যাক্ত অবস্থায় মূর্তিটি দেখতে পায়।পরে পুলিশ সংবাদ পেয়ে মুর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। মূর্তিটির ওজন প্রায় ৯.৪ কেজি। যার আনুমানিক মূল্য কোটি টাকা।