নবাবগঞ্জ(দিনাজপুর)থেকে সৈয়দ হারুনুর রশীদ। দিনাজপুরের নবাবগঞ্জে সড়ক দূর্ঘটনায় নয়ন বাবু(১৪) নামে একজন নিহত হয়েছে। সে উপজেলার বিনোদনগর ইউনিয়নের কলমদারপুর গ্রামের ইয়াকুব আলীর ছেলে।পুলিশ জানায় মঙ্গলবার দুপুরে নিহত নয়ন বাবু মটর সাইকেল নিয়ে নবাবগঞ্জ থেকে বিনোদনগরে যাওয়ার সময় কপালডাড়া নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি নছিমন ভটভটির সাথে ধাক্কা খেয়ে গুরুতর আহত হয়। সাথে সাথে তাকে উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সে নেয়া হলে তার অবস্থা আশংকা জনক হওয়ায় চিকিৎসার জন্য দিনাজপুরে নিয়ে যাওয়ার পথে সে মারা যায়।