নবাবগঞ্জ(দিনাজপুর)থেকে সৈয়দ হারুনুর রশীদ। দিনাজপুরের নবাবগঞ্জ থানা পুলিশ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৫ গ্রাম হেরোইন উদ্ধার সহ জুলফিকার আলী(৪৭) নামে এক জনকে গ্রেফতার করেছে। রবিবার বিকালে তাকে তার বাড়ী থেকে গ্রেফতার করা হয়। সোমবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। সে উপজেলার শালখুরিয়া ইউনিয়নের তিখুর গ্রামের মোকছেদ আলীর ছেলে।পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে জুফিকারের বাড়ীতে অভিযান পরিচালনা করে হেরোইন উদ্ধার সহ তাকে আটক করা হয়। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করে। ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে গতকাল সোমবার আদালতে সোপর্দ করা হয়েছে।