মো.সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোলে ২০০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ মো. সোহাগ হোসেন (২৫) নামে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ।
সোমবার (৭ মার্চ) রাতে বেনাপোল পোর্ট থানাধীন দৌলতপুর গ্রামের একটি বাঁশ বাগান থেকে ফেনসিডিলসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার চিহ্নিত মাদক ব্যবসায়ী সোহাগ দৌলতপুর গ্রামের শাহ আলম হোসেনের ছেলে। উদ্ধারকৃত মাদকের মুল্য চার লাখ টাকা।
যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ রুপন কুমার সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই শফি আহম্মেদ রিয়েল সঙ্গীয় ফোর্স নিয়ে বেনাপোলে অভিযান চালিয়ে ২০০ বোতল ফেনসিডিলসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী সোহাগকে গ্রেফতার করে। গ্রেফতার আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বেনাপোল থানায় হস্তান্তর করা হয়েছে।