বরিশাল প্রতিনিধি
বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র এক স্টাফ নার্সের পর এবার তার পরিবারের ৪ সদস্যের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে।
ওই পরিবারের ৫ সদস্যের নমুনা পরীক্ষা করা হলে সোমবার তাদের মধ্যে ৪ জনের রিপোর্ট পজেটিভ আসে। একই পরিবারের আরেক শিশুর রিপোর্ট নেগেটিভ হয়েছে।
হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন ক্রাইম এ্যকসান২৪ডট কম কেএ তথ্য নিশ্চিত করেছেন।
আক্রান্তদের মধ্যে ওই নার্সের স্বামী, ২ শিশু সন্তান এবং তার শ্বশুড়-শাশুড়ি রয়েছেন। তারা নগরীর দরগাহ্ বাড়ি এলাকায় ভাড়া থাকেন।
হাসপাতালের পরিচারক জানান, নমুনা পরীক্ষায় গত ৬ মে সিনিয়র স্টাফ নার্সের করোনা ধরা পড়ে। ওই দিনই তাকে হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়। এরপর ওই নার্সের পরিবারের ৫ সদস্যের নমুনা সংগ্রহ করে শেরেবাংলা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পরীক্ষা করা হয়। তাদের মধ্যে ৪ জনের রিপোর্ট পজিটিভ এবং এক শিশুর নেগেটিভ আসে।
শনাক্ত হওয়া ৪ জনের যথাযথ চিকিৎসার ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক।
বরিশালের জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান ক্রাইম এ্যকসান২৪ডট কম কে জানান, হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে বিষয়টি অবহিত হওয়ার পর ওই নার্সের বাসা লকডাউন করা হয়েছে।